![]()
১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সশশ্রবাহীনিতে সংঘটিত হয়েছে একের পর এক হত্যা কান্ড ।হত্যাকান্ডগুলো করা হয়েছে সামরিক আদালতের বিচারে ।
১৫ আগষ্টের আরাই মাস পর একটা ক্যু হয় মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশারফ এর নেত্রিত্বে । ঠিক তার ৩ দিন পর কর্নেল তাহেরের নেত্রিত্বে সিপাহী বিপ্লব ঘটে ।ক্ষমতায় আসে জিয়া ।কর্নেল তাহের তখন বলত ‘জিয়া ইজ আন্ডার মাই ফুট ।’
কিন্ত জিয়া ক্ষমতায় বসে প্রথম যে কাজ করে তা হল ২৪ শে নভেম্বর কর্নেল তাহের কে আরেষ্ট করে । এবং সাথে আরো ৩৩ জন । অভিযোগ সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ।
সাদাত সায়েম ছিল প্রধান বিচারপতি , তাকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাশক পদে নিয়োগ দেয় জিয়া । নিজে ছিল সেনাপ্রধান ও উপ-প্রধান সামরিক আইন প্রশাশক ।
১৪ ই জুন কর্নেল ইউসুফ হায়দারকে প্রেসিডেন্ট করে করা হয় বিশেষ সামরিক আদালত ।
২১ শে জুন কোর্টমার্শাল কর্তপক্ষ কাজ শুরু করে । রায় ঘোষনা করা হয় ১৭ ই জুলাই বিকাল ৩ টায় । রায় ছিল কর্নেল তাহেরের ম্রিত্যুদন্ড ,অধিকাংশ কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং কিছু বেকসুর খালাস ও দেয়া হয় ।
ঘটনা হল এই সামরিক আদালতের কোন আইন ছিল না । এমন কি কর্ণেল তাহেরকে যে আইনের আওতায় মৃত্যুদন্ড দেওয়া হয় সেই আইনে মৃত্যুদন্ডের বিধানই ছিল না। ফাঁসি হওয়ার পর এই বিধানটি যোগ করা হয়।
সব কিছুই করা হয়েছিল জিয়ার টিক মার্কে । ঠিক যেন কলম দিয়ে টিক চিহ্ন দিয়ে দাগ দিয়ে বলে দিচ্ছে কার কি রায়।
কর্নেল তাহের এবং তার সাংগ পাংগের উপর জিয়া এত ক্ষিপ্ত কেন ছিল । তার কারন ছিল এই সিপাহী বিপ্লবের পুরা গ্রাউন্ড তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিল কর্নেল তাহের ।বঙ্গবন্ধুর সাথে বিবাদ করে কর্নেল তাহের চাকরী ছেড়ে দিয়ে এসে ষড়যন্ত্রের কাথা বুনা শুরু করেছিল । আর তারই রেজাল্ট ছিল সিপাহী বিপ্লব ।খালেদা মোশারফ যখন বঙ্গবন্ধুর খুনীদের ক্যু করে ক্ষমতা নিল,সাথে সাথে ৩ দিনের মধ্যে কর্নেল তাহের ঝাপিয়ে পড়ল খালেদ মোশাররফের উপর । কিন্তু কেন ??
কারন খালেদ মোশাররফ তাহের পন্থী ছিলেন না । তাহের পন্থীছিলেন বঙ্গবন্ধুর খূনী জিয়া ।আর তাই তিনি সিপাহী বিপ্লব ঘটিয়ে সেনাপ্রধান করেছিলেন জিয়া কে, তার ওবিডীয়েন্ট হিসাবে । জিয়া অবশ্য তার ভাল উত্তর দিছে, বেঈমানের ঈমানদারীর উপর ভরসা না করে ।
২১ শে জুলাই কর্নেল তাহের কে ফাসি দেওয়া হয় । বাংলাদেশ সামরিক আদালতের প্রথম শিকার ছিলেন কর্নেল তাহের , আর শিকারী ? অবশ্যই জিয়া ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




