বাসায় বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে একটা এড চোখে পড়লো, দেশে প্রিয়জনদের উপহার পাঠাতে চাইলে ভিসিট করুন, বিডি গিফট সেন্টার। এই ওয়েবসাইটের মাধ্যমে কিছু ফুল এবং কার্ড দেশে পাঠাই। ওদের সার্ভিস এবং ব্যাবস্থাটা ভালো লাগলো।
আমি যখন দেশে ছিলাম, তখন প্রচুর ডাউনলোড করতাম, কারেন্ট না গেলে পিসি বন্ধ হতোনা কখনো। তো রেপিডশেয়ার থেকে কিছু ডাউনলোড করতে গেলেই “ইরোর” দেখাতো। পরে “”রেপিড আর্থ”” থেকে একটা একাউন্ট কিনলাম রেপিডশেয়ার থেকে। ওরা রেপিডশেয়ার এর বাংলাদেশের ডিলার ছিল।
“ইউ কে” আসার পর Ebay,Amazon,Paypal থেকে শুরু করে সব কিছু যখন online এ করা শুরু করলাম, তখন মাথায় একটা চিন্তা আসলো।আমাদের দেশের অনেক লোকেরই Rapidshare,Hotfile,Mediafire এইসব ফাইল শেয়ারিং সাইট গুলোর প্রিমীয়াম একাউন্ট প্রয়োজন হয়, অনেক ষ্টুডেন্ট এর প্রয়োজন হয় IEEE তে মেম্বার হওয়ার, অনেকের Ebay,Amazon থেকে কিছু কিনতে ইচ্ছা করে।
দেশের তিন বন্ধুর সাথে প্ল্যান করলাম, একটা ওয়েবসাইট বানাবো, যেখানে ওরা অর্ডার নিবে
আর আমি এখান থেকে pay করে জিনিস গুলো দেশে পাঠাবো।
অর্ডার পাওয়া শুরু করলাম, জিনিস ও পাঠানো শুরু করলাম। ভালো রেস্পন্স পাওয়া শুরু করলাম।
এভাবেই বিডি অনলাইন মার্কেট এর যাত্রা শুরু।
প্রথম অর্ডার পাই ৭টা ইনটেল এর মাউস। এমাজন থেকে কিনে পাঠালাম। তারপর থেকে ডিজেল,ই-বে, ইস্প্রীট, আমাজন এর প্রোডাক্ট এর জন্য, রেপিডশেয়ার, হটফাইল, IEEE এর মেম্বারশীপ এর জন্য, পে-পাল একাউন্ট এ টাকা ট্রান্সফার করার জন্য, যাদের ফরেন ডেবিট কার্ড আছে, সেখানে ডলার,পাউন্ড, ইউরো টপ আপ ইত্যাদি করার জন্য বাংলাদেশের মানুষদের সাহায্য করার পদক্ষেপ নিলাম। একটা ওয়েবসাইট খুললাম। www.bdonlinemarket.com নাম দিলাম।
এখন এই ওয়েবসাইটের অনেক registered member আছে।
আমাদের সপ্ন বলি কিনবা ব্যবসা ই বলি, তা এখন অনেক সুদুর প্রসারি। একথা ভেবেই মনটা ভরে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




