[গাঢ়]
ক'জন বোকাসোকা, বিভ্রান্ত মানুষ - এই দিনে স্বেচ্ছায় বধ্যভূমিতে গিয়ে আত্নহত্যা করেছিলেন ।
আমাদেরকে এই গল্প শোনান আরো কজন সফেদ শুভ্র মানুষ, যারা ধর্মের অপার মহিমা ছড়ান আমাদের মাঝে ।
এই সব গল্প আমরা বিশ্বাস করি, কেননা আমরা বিশ্বাসী । আমরা আরো বিশ্বাসী হয়ে উঠতে চাই ।
কিন্তু কেনো যে বিশ্বাসের তোকমা গেলেনা এই পোড়াদেশ!
নদী মুখ ফেরায়, শস্য উদগম হয়না অভিমানে, সেই ভয়াল রাতের স্বাক্ষী পুরনো চাঁদ, এখনো উঠে রোজ ।
জ্যোৎস্না নয়, অভিশাপ ঝরাতে ।
সেই সফেদ শুভ্র ঘাতক আর নিবীর্য আমাদের উপর !!!
[/গাঢ়] **********************************************
করোটির ভেতরে প্রখর একটি নখ
---স্বপ্নের!
দ্্রুত উলটে খুঁড়ছে ভেতরে সব ধূসর পদার্থ ।
----আছে কিনা!
আমি এক অতিকায় লাশ কাঁধে নিয়ে
প্রান্তরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি ।
চারদিকে বৃক্ষগুলো চিৎকার করছে ।
--সবুজ! সবুজ!
দূরে একটি যুবতী কারো জন্য দরোজায় ।
--আসবেই!
লাঠি ভর দিয়ে যে পঙ্গুটি চলে গেলো
আমি তাকে দৌড়ুতে দেখেছিলাম ।
বৃক্ষের ও তবে অসুখ হয়? পাতা ঝরছে ।
-- নিস্পত্র হবে !
মরা ব্রম্মপুত্র নদ, বুকে চর চমকাচ্ছে ।
--ছুরির সিলভার !
আমার এখনো বসবাস এই রাষ্ট্রেই, এখনো
ঘন্টাধ্বনির অপেক্ষাই আমি করছি ।
ক্রমেই স্তব্দ থেকে স্তব্দতর হচ্ছে অপরাহ্ন ।
--দীর্ঘ ! কী দীর্ঘ !
ক্রমেই খসে পড়ছে আমার জামা পাজামা ।
--ঢাকো ! ঢাকো !
পাখিটা উড়ে যেতেই চাঁদ উঠে পড়লো--
-- আজো সেই রক্তমাখা মুন্ডুটাই উঠলো । ।
[গাঢ়] সৈয়দ হকের কবিতা [/গাঢ়]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



