ইহা একটি ভিক্ষাবৃত্তিমূলক পোষ্ট
আমার ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড এর সিডি টা হারাইয়া ফালাইছি
আমার মাদারবোর্ড হইলোঃ intel 82801GB (ICH7/R)
পিসিখানা বেকার হইয়া গেল, নিদেনপক্ষে LAN Driver টা পাইলে ও নেটের কামটা চালাইতে পারতাম
নেটে এমন কোন যায়গা নাই যে খুজি নাই, কিন্তু আফসুস হতাশ হইলাম।
কেউ যদি এই মাদারবোর্ডের মালিক হোন তাইলে দয়া করিয়া আপনার সিডিখানার একটা কপি আমাকে পাইতে সাহায্য করিয়া দুনিয়া ও আখেরাতের কামিয়াবী হাসিল করেন
প্লিজ দয়া করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



