২০১৭ সালে আপনাদের সামনে দৃঢ় প্রত্যয়, সাহস, সম্ভাবনা আর বাংলাদেশের ইতিহাসে নতুন যুগের সূচনা করবার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।
প্রস্তুত হোন; আমাদেরকে সমর্থন প্রদানের জন্য, আমাদের দলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে রাজনীতি করবার জন্য।
আমাদের রাজনৈতিক দলে তিন ধরনের সংযুক্তি আপনাদের জন্য।
১) সংগঠক,
২) কর্মী,
৩) সমর্থক।
আমরা বিশ্বাস করি আপনার মধ্যে আছে নের্তৃত্বের সবধরনের গুণাবলী। আপনি সৎ, আপনি উচ্চশিক্ষিত, আপনি দেশে যুগান্তকারী পরিবর্তন আনতে চান। আপনি আপনার স্ব কর্মক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ; আপনি আপনার দক্ষতা আর অভিজ্ঞতাকে দেশের এবং দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে চান। আপনি একজন কৃষক, আপনি একজন শ্রমিক, আপনি একজন পরিবহণ কর্মী, আপনি একজন গার্মেন্টস কর্মী- আপনার শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু আপনি আপনার প্রায়োগিক ক্ষেত্রে দক্ষ এবং সে অনুযায়ী স্বশিক্ষিত একজন মানুষ। আপনার মধ্যে আছে সাহস, আছে আপনার সেক্টরে কাজ করা মানুষগুলোর ভাগ্যোন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সবধরনের ইচ্ছা, চেষ্টা এবং স্বপ্ন।
সব্বাইকে জানাতে চাই, আপনাদেরকে নিয়ে রাজনীতি করবার জন্য আমরা প্রচ্ছদপটে এসেছি।
আপনি চাইলে আমাদের নের্তৃত্ব গ্রহণ করতে পারেন। আপনি আমাদের পার্টি সংগঠকের ভূমিকা পালন করতে পারেন। আমরা আপনাকে স্থান করে দেবো।
আপনি চাইলে আমাদের রাজনৈতিক কর্মীর ভূমিকা পালন করতে পারেন। আমরা আপনাকে স্থান করে দেবো।
আমরা বিশ্বাস করি, আমাদের কর্মকা-, আমাদের কর্মপরিকল্পনা আপনাকে আমাদের সমর্থকে পরিণত করবে। আমাদেরকে সমর্থন দিন। আমরা আপনাকে আপনার আকাঙ্খিত লক্ষ্য অর্জনে আর না পাওয়া বিষয়গুলোকে অর্জন করতে সহযোগিতা করবো।
কেনো আমরা ২০১৭ সালে শুরু করতে চাই?
আমরা বাংলাদেশের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজনীতির মঞ্চে আসতে চাই। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে আসবার জন্য আমাদের কিছু প্রস্তুতি আছে। সবাই বিকল্প রাজনৈতিক দলের কথা বলছেন; বলছেন নতুন একটি আস্থা করার মতো দল প্রয়োজন।
আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে। প্রচলিত এবং রাজনীতির মঞ্চে সক্রিয় রাজনৈতিক দলগুলো জনআস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এজন্য আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে আপনাদের জন্য রাজনীতি করতে আসছি।
আপনাদের বলছি, আমরা উচ্চ শিক্ষিত। আমরা সৎ। আমরা সাহসী। আমরা উদ্যমী, আমরা উদ্যোগী।
আমরা এখন আরো শাণিত হবার জন্য উন্নয়ন, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সরকার ও রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশের ভালো মানের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করেছি।
আমরা দেশে বিভিন্ন ধরনের কৃষি এবং অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করেছি, যেগুলো ২০১৭ সালের মধ্যে আমাদেরকে ভালো পরিমাণ অর্থ সরবরাহ করবে। এসব কৃষি উদ্যোগ এ ইনভেস্টমেন্ট এর পরিমাণ খুবই কম। উদাহরণ দিয়ে বলতে চাই এক বিঘা পরিমাণ একটি কৃষি জমিতে প্রথম বছর ২৬হাজার এবং পরবর্তী ২ বছরে ৫হাজার করে ১০হাজার, সবমিলিয়ে ৩৬হাজার টাকা ইনভেস্ট করে তৃতীয় ও চতুর্থ বছর থেকে এক বিঘা জমি থেকে বাৎসরিক ১-৩ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব এধরনের প্রকল্প গ্রহণ করেছি। এধরনের অর্থনৈতিক প্রকল্প আমরা আমাদের সংগঠক, কর্মী, সমর্থক এবং সমর্থক নন এমন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবো। আমরা সবাইকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবার মতো প্রকল্প বাস্তবায়ন করবার সব ধরনের সহায়তা দেবো।
পরের কিস্তিগুলোতে আমরা লাভজনক এ প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।
আমরা পর্যায়ক্রমে আমাদের সংগঠক এবং কর্মীদেরকে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টির খরচে পড়ালেখার সুযোগ করে দেবো বাংলাদেশের জন্য ভালোভাবে আর দক্ষতার সাথে কজ করবার জন্য উপযোগী করে গড়ে তুলবার জন্য। আমাদের সাংগঠনিক ভিত্তির ক্রমিক দৃঢ়তার সাথে সাথে আমরা চেষ্টা করবো ক্রমে ক্রমে আরো বেশি উচ্চশিক্ষিত (ডাক্তার, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার সহ প্রায়েগিক, ব্যবহারিক ও তাত্ত্বিক বিষয়ে) সংগঠক, কর্মী, সমর্থক তৈরি করতে।
আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদেরকে বিজয় এনে দেবো।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




