বিদায়! প্রিয়তমা!
০৯/০৩/২০১৪
- হোসাইন আব্দুল হাই
আমি তোমার সব সব ইচ্ছাগুলোকে
নিজের করে নিতে চাই
আমি তোমার সব সব কষ্টগুলোকে
নিজের করে নিতে চাই
তোমার চাওয়া-পাওয়া
ভালো-মন্দ সবকিছুকে
শুধু তোমার পাল্লা দিয়েই
মাপতে চাই।
তোমাকে আমি এতোটাই বেশি ভালোবাসি
যে, আমি যখন তোমার কাছে
অসহনীয় হয়ে যাই
যখন পুরনো হয়ে যাই
হয়ে যাই অচেনা কেউ
গুরুত্বহীন ক্ষুদ্র জীব
তুমি যখন আমাকে প্রতিদিনের
নিত্য ব্যবহার্য জীর্ণ-শীর্ণ
আবর্জনা মোছার নোংরা
কাপড়ের টুকরার মতো
ছুঁড়ে ফেলতে চাও,
আমার আবেগ হাসি কান্না
প্রচণ্ড রাক্ষুসে ভালোবাসা
প্রচণ্ড রাক্ষুসে প্রেম
আমার সুর ছন্দ কবিতা
যখন তোমার কাছে
শত বছরের বাসি ছেঁড়া কাঁথা
বলে মনে হয়,
যখন তোমার চোখে শুধু ভাসে
নতুন কবির ছন্দ
নতুন শিল্পীর গান
নতুন প্রাণের হিল্লোল
নতুন প্রেমিকের আবাহন
নতুন মুখে তোমার রূপের
প্রশংসাগীতি
সবল সুঠাম সজীব যুবকের
তেজোদ্দীপ্ত প্রেমের হাতছানি
তখনও আমি তোমার ভালোলাগা
ভালোবাসা আর মনের বাসনাকে
নিজের করে নিতে চাই
তোমার নতুন প্রেমশিকড়
যেন দ্রুত ফুলেফলে সুশোভিত
হতে পারে – সেই কামনায়
নিজেকে সরিয়ে দিতে চাই
তোমার সীমানা থেকে বহুদূরে
দূরে কোথাও, দূরে দূরে
ছুটে যাই এশিয়া থেকে আফ্রিকায়
আফ্রিকা থেকে ইউরোপে
কিংবা দূর মহাকাশের তারার রাজ্যে
তবুও যে পারি না তোমাকে এতটুকু ভুলতে
তবুও পারিনা নিজেকে এতটুকু আড়াল করতে
তাই তোমার নতুন নতুন প্রেমশিকড়ের
সীমানাহীন বিস্তারে
নিজেকে সরিয়ে দিলাম
তোমার আর তোমাদের এই গ্রহ থেকে
ঠাই নিলাম মৃত্যুপুরীর গহীন কুঠিরে।
বিদায়! প্রিয়তমা! ভালো থেকো!
সুখে থেকো! প্রিয় আমার!
বিদায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




