শুভ'র কাছ থেকে পুরা ভিডিওটা দেখলাম। হরতালের দিন মির্জা আব্বাসের বাসায় ঢুকে এলিট ফোর্স (?) র্যাবের আক্রমনের ভিডিও। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের উপর ঢিল ছুড়েছিল কোন মিছিল থেকে, তাই তারা এ হামলা করেছিল।
প্রথমত: ঢিল ছোড়া বা মিছিল থেকে র্যাবের উপর আক্রমনের কোন সংবাদ আমরা পাইনি কোথাও।
দ্বিতীয়ত: ঢিল ছুড়লেও সরকারি বাহিনী কি এভাবে কারও বাসায় ঢুকে বৃদ্ধাদের রুমের দরজা ভেংগে হামলা করতে পারে?
আমি যখন খুব ছোট তখন তথাকথিত বিএনপি সমর্থক এক চেয়ারম্যেনের নেতৃত্বে আমার নানা বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছিল। যারা বাড়িতে একসময় ফুট ফরমায়েস খাটতো তেমন লোকেরাও এসেছিল হামলা করতে। কারণ আর কিছুই না আওয়ামিলীগ সমর্থিত চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান (সন্দ্বীপ, চট্টগ্রাম) কে তারা সমর্থন করেছিল বলে। সেটা ছিল ৯১ সালের ঘটনা। ছোট বেলার অনেক কিছুই মনে আছে। আমার নানার এক ভাই যিনি ছিলেন সেই আক্রমনের মূল লক্ষ্য। আমার নিজের নানা ছিলেন খুব সম্মানিত, তিনি যেয়ে তাদেরকে সরাসরি বাধা প্রদান করেন। তারা কিছু করতে পারে নাই। কয়েকটা ককটেল বিষ্ফোরন ঘটিয়ে চলে যায়। তবে তারা সরাসরি অস্ত্র নিয়ে এসেছিল, হয়ত আমার ঐ নানাকে পেলে সেদিন মেরেই ফেলতো তারা। যাই হোক আল্লাহর অশেষ রহমতে সেদিন তারা করো গায়ে হাত তোলার সাহস পায়নি। তবে নানারা ইনএকটিভ থাকে নির্বাচনের দিন আর বিএনপি সমর্থিত মোস্তফা কামাল পাশা (বর্তমানে এমপি) উপজেলা চেয়ারম্যান হন। রাজনীতি বড়ই জটিল খেলা। নিজেরা সর্বদা এন্টি আওয়ামিলীগ হয়েও আওয়ামিলীগের প্রার্থিকে সমর্থন দেয়ার জন্য ক্ষতিগ্রস্হ হতে হলো।
নিচের ভিডিওটি সম্ভব হলে সম্পুর্ন দেখুন তারপর নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন
Click This Link
আজকে এই ঘটনা দেখে আবার মনে পড়ে গেল সেদিনের ঘটনা। সরকাররের এলিট ফোর্স একটি মানুষের বাড়িতে ঢুকে বেধড়ক পিটাচ্ছে
লাথি মারি এই গনতন্ত্রে।
ইমেজ: hornbillunleashed.wordpress.com/2010/04/24/6527/
ভিডিও: শুভ ও ফেইসবুকের জাতিয়তাবাদি গ্রুপ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




