তোমায় আমায় বেধেছিলাম, পান্তা ভোরের প্রহর।

সেই হেতুতে ভাঙল আচল ভাঙল কানের দুল,
ঝুমকো ক্ষেতে মাছরাঙ্গাটির সাত জনমের ভুল।

আমি আছি এমনি করে থাকব পথের ধুলোয়,
পথ পেরোলেই তোমায় পাবো সন্ধে ভেজা আলোয়।

রোদ যখন মিষ্টি হেসে বলবে এখন যাই।
দেখে নিও বুনো জ্যোৎস্না তোমায় দেবে ঠাই।

যেমনি ছিলে আমার পাখায় তেমনি রবে ওমন,
শুধু পাখনা ছিড়ে আমার হলো একজনমের মরণ।

আবার হবে জনম আমার মাছরাঙ্গাটির সাথে,
নাইবা হল ছোয়া-ছুয়ি অলকানন্দের ঘাটে।

তবু তুমি এসো এদিক হেসো একটিবার। :!> :!> :!>
লাষ্টের লাইনতো মিলছেনা


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



