
#জং
"ঠক ঠক! ঐ বাবা এসে গেছে, এসে গেছে!" খুশিতে হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলে রুনকু। চাকরিসূত্রে অন্যত্র থাকা বাবা ছ'মাস পর পর বাড়ি ফিরে প্রথমেই জানালা ঠকঠকিয়ে ছোট্ট মেয়েকে জানান দেন, আর সেই ছ'মাসে যতবার রুনকুর বাবাকে মনে পড়ে, তার জানালা ঠকঠকানির খেলা চলতেই থাকে।
আজ তেইশ বছর পর দু'বাড়ির মাঝের গলিতে দাঁড়িয়ে জানালাটার কাচে হাত বুলোচ্ছে ঐন্দ্রিলা, ওরফে রুনকু। বাবা মারা গেছেন বছর গড়ালো, নিজের চাকরিসূত্রে মাকে নিয়ে সে আজ পাড়ি জমাচ্ছে অপরিচিত অন্য শহরে।
বহুকাল রঙের ছোঁয়াবঞ্চিত জানালার স্টিলের ফ্রেমে জংয়ের আভাস দেখা যাচ্ছে।
লালচে দাগে হাত রেখে ঐন্দ্রিলা ভাবে, জানালাটাও কি আজকাল তার মত বড় হয়ে গেল?
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
ছবিসূত্র: Pinterest
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



