somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

" I prefer to be a dreamer among the humblest, with visions to be realized, than lord among those without dreams and desires. "(Kahlil Gibran)

আমার পরিসংখ্যান

ঋদভিকা পাল
quote icon
শিল্পপ্রিয়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অনামা - ৬

লিখেছেন ঋদভিকা পাল, ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

এইতো সেদিন ফাগুন এসেছিল।
নিঃসঙ্গ হিমে জমা বরফে ভাঙন ধরাবে বলে ফাগুন এসেছিল অনাহুত অতিথি হয়ে,
নতুন পাতা আর কৃষ্ণচূড়ার উপহার নিয়ে।

মনে আছে, সে কী উৎসব জমেছিল সেদিন!
বসন্তবরণ করবে বলে প্রেম এঁকেছিল স্বপ্নরঙা আল্পনা,
পাখিরা গেয়েছিল বসন্ত বাহার,
লাজবতী পৃথিবী করেছিল ফুলের শৃঙ্গার,
আশার নৈবেদ্যে হয়েছিল ঋতুরাজের পূজা।

তবু সে চলে গেল কেন?
পূজায় বুঝি ভুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

অনাগত কন্যার প্রতি

লিখেছেন ঋদভিকা পাল, ০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:৫৯

আমার যদি একটি মেয়ে থাকে,
"মা" এর বদলে সে আমায় ডাকবে "খ" বলে।
কারণ যা - ই ঘটুক, সে জানে, অন্তত সে পথে সে ফিরতে পারবে আমার কাছে, সবসময়।

সৌরজগৎ আমি এঁকে দেবো তার হাতের তালুতে, তাই "আমি তো একে হাতের তালুর মত চিনি" বলতে পারার আগে তাকে চিনে নিতে হবে গোটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

অনামা-৫

লিখেছেন ঋদভিকা পাল, ০১ লা মে, ২০২১ বিকাল ৩:০৬

কিছু আঁধার দেখেছি।
জমাট, নিশ্ছিদ্র আঁধার।
পরমেশ্বরের আদেশে যার কালোয় জ্যোৎস্নার প্রবেশ নিষেধ।

কিছু আঁধার দেখেছি।
হাতড়ে মরা আঁধার।
মহাবিশ্বের মাতৃজঠরগত আঁধার নয়,
প্রলয়সর্বস্ব তমিস্রা।

কিছু আঁধার দেখেছি।
অসহায়, বড় অসহায় গুমরে মরা আঁধার।
আর্তের নাদ নয়,
নীড়হারা অন্ধের আঁকড়ে ধরা প্রার্থনা।

কিছু আঁধার দেখেছি।
পরিত্যক্ত প্রাসাদের আঁধার,
কালবোশেখির রাতের আঁধার,
নক্ষত্রবর্জিত কবরের আঁধার।

আমি আঁধারের কিছু অবয়ব দেখতে পেয়েছি।
(ঋদভিকা
০১/০৫/২১)
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

পাঠকবন্ধুর আয়না

লিখেছেন ঋদভিকা পাল, ১৪ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭




বসন বলে একটি মেয়েকে আমি বড় স্নেহ করি, ভালোবাসি। সে অমলেশদাকে ভালোবেসেছিল। উঁহু, "ছিল" বললে ভুল বলা হবে, সে অমলেশদাকে ভালোবেসেছে, কারণ এখনো যে বাসে তার প্রমাণ আমি পেয়েছি।

বসন বড় নিঃসঙ্গ। তবে এই নিঃসঙ্গতা তার ভেতরেই বসত করে, প্রকৃতি আর একাকীত্বের একান্ত মৌলিক সৌন্দর্যের কাছে বিলীন হয়ে নিজেকেও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

অনামা-৪

লিখেছেন ঋদভিকা পাল, ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

খুঁজতে চাই।
এক আকাশ নৈঃশব্দের মাঝে একটি কণ্ঠস্বর খুঁজতে চাই,
জগদ্দল পাথরের মত পৃথিবী চৌচির করে বেরিয়ে আসা ঝর্ণার সন্ধান করে ফিরতে চাই,
আশ্বাসে - বিশ্বাসে জড়িয়ে মরতে চাই।

যদিও,
আসছে বসন্তে তুমি আসবেই সে ভরসা কেউ দেবে না, দেয় না।
তুমি জোছনার হাহাকারে আস্থা রাখো কিনা তাও কেউ জানাবে না,
জানি।

তবু,
আমি খুঁজতে চাই,
ঠিক যতখানি খুঁজে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

অণুগল্প-৩

লিখেছেন ঋদভিকা পাল, ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৮




#বিশ্বাস

সাদা কাপড়ে মোড়া পঞ্চাশ ছুঁই-ছুঁই অমলবাবুর নিথর দেহ পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। রহমানগঞ্জ থানার ইনচার্জ প্রমিত সান্যাল দুই রুমের বাসাটিতে খানাতল্লাশ সেরে শোবার ঘর থেকে বেরোতে যাবেন, দরজার ঠিক সামনে এক টুকরো সাদা কাগজ দেখতে পেলেন।

কাগজ খুলে দেখলেন একটি চিরকুট, তাতে লেখা, "শর্মিলার মৃত্যুর পর ভেবেছিলাম, সামান্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

"ক্ষুধিত পাষাণ"-এ ফেরা

লিখেছেন ঋদভিকা পাল, ০৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৭



(শিয়ালদহগামী দার্জিলিং মেল মিনিট পনেরো হলো জলপাইগুড়ি স্টেশন ছেড়েছে; গাছ, টিন-সিমেন্টের একচালা, দোচালা বাড়ির সার সবুজ মাঠগুলো পিছলে সরে যাচ্ছে। সূর্যদেব পাটে যাচ্ছেন, লালচে বেগুনি দিগন্ত ধীরে ধীরে কালো হবার প্রস্তুতি নিচ্ছে।

প্রথম শ্রেণীর কামরাটিতে যাত্রীসংখ্যা দুই, ট্যুরিস্ট সিজন নয় বলে ট্রেনে লোকসমাগমও নেই। একরঙা নীল হাফশার্ট, কালো প্যান্ট আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!

অনামা-৩

লিখেছেন ঋদভিকা পাল, ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯

রূপকথা,
ছাইদানে পড়ে থাকা সিগারেট ফিল্টারের একদা নান্দনিক ধূমকুণ্ডলী তুমি,
তুমি মরুযাত্রীর চোখে জলের বিভ্রম,
মৎস্যকুমারীর নগ্ন পায়ের অনৈসর্গিক শুভ্রতা।


(রূপকথায় বিশ্বাসী পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে)

(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল) বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     like!

অণুগল্প-২

লিখেছেন ঋদভিকা পাল, ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬



#কৃষ্ণচূড়ার_ফাল্গুন

"...ওদিকে পুলিশের গুলি চলছে, কিছু ছেলেমেয়ে তখনও 'রাষ্ট্রভাষা বাংলা চাই' শ্লোগান দিয়ে যাচ্ছে। আমি পাগলের মত জহিরকে খুঁজছি। হঠাৎ কিছু একটায় হোঁচট খেয়ে সামলে নিয়ে চেয়ে দেখি জহিরের লাশ, রক্তে ভেসে যাচ্ছে…"

জহিরের বন্ধু অমলের লেখা চিঠির এই অংশটুকু ষষ্ঠবারের মত পড়া শেষে পাশে রেখে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে বোবা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

অনামা-২

লিখেছেন ঋদভিকা পাল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৩

কিছু প্রশ্ন,
লাল প্রশ্ন, নীল প্রশ্ন, কালো প্রশ্ন
দিকভ্রষ্ট ঘুড়ি হয়ে ঘুরপাক খায়,
সূর্যের চারধারে পৃথিবীর নিয়তিতাড়িত ঘূর্ণনের নিরাবেগে ঘুরপাক খায়।

তবে তাদের গন্তব্য নেই,
যেমনটি আছে শেষে ধরাশায়ী দিকভ্রষ্ট ঘুড়ির।
তারা কেন্দ্রহীন,
সূর্যে তাদের অধিকার নেই।

তাদের উত্তর হয় না।
পৃথিবীর কাছে, জলের কাছে, আগুনের কাছে, বায়ুর কাছে, মহাশূন্যের কাছে
কোনো উত্তর নেই।
কেউ দেয় না।

শুধু,
অন্ধ নিয়তিচালিত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০ বার পঠিত     like!

অণুগল্প-১

লিখেছেন ঋদভিকা পাল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬





#জং

"ঠক ঠক! ঐ বাবা এসে গেছে, এসে গেছে!" খুশিতে হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলে রুনকু। চাকরিসূত্রে অন্যত্র থাকা বাবা ছ'মাস পর পর বাড়ি ফিরে প্রথমেই জানালা ঠকঠকিয়ে ছোট্ট মেয়েকে জানান দেন, আর সেই ছ'মাসে যতবার রুনকুর বাবাকে মনে পড়ে, তার জানালা ঠকঠকানির খেলা চলতেই থাকে।

আজ তেইশ বছর পর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!

অনামা-১

লিখেছেন ঋদভিকা পাল, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

আমরা ভালোবাসি,
আমরা কাঁদি।
আমরা ভালোবাসি,
আমরা মরি।
আমরা ভালোবাসি,
আমরা গড়ি।
আমরা ভালোবাসি,
আমরা জেগে উঠি।
আমাদের আকাশে শাশ্বত সূর্য জেগে ওঠে,
আমরা সূর্যের মত হই, সূর্যের মত পুড়ি।
আমরা ভালোবাসি,
নির্বাণ লাভ করি।


(ঋদভিকা
৪ সেপ্টেম্বর, ২০২০)

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫ বার পঠিত     like!

শিকড়বিহীন

লিখেছেন ঋদভিকা পাল, ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫২


আজকাল কালো চুলে আচমকা রুপোলি ঝিলিক দেখি,
কপোলে খানিক বেশি মেদ।
বাহুটিও কবি কল্পনার মত করে লতিয়ে নেই,
চোখের স্পষ্ট কালো তারা দুটোও কেমন অপরিচ্ছন্ন হয়ে পড়ছে।
মানবীর দিনগত পাপক্ষয়ের কাল পূর্ণ হচ্ছে।

দেহে জমে ওঠা ছত্রাকের আভাসে,
পথভ্রষ্ট ছেঁড়া ফাটা স্বপ্নের অভ্যাসে,
মধ্যবিত্তের ঈশ্বর বিলাসিতায় তোমায় খুঁজে পাই;
আদম-ইভের অভিশপ্ত হবার রাত থেকে শুরু করে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২১ বার পঠিত     like!

যাপন

লিখেছেন ঋদভিকা পাল, ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০



নিবিড়াকাশে প্রতিপদের চাঁদের মতো পূর্ণ অথচ অপূর্ণ,
ভাঙা দর্পণ এর মত বহুধা বিভক্ত,অনিশ্চয় এক অস্তিত্ব আছে।

"জীবন" বলে তাকে।
খালি হাতে সে ফেরায় না;
দুঃখ-সুখের দোল দোলানো অদ্ভুত মায়াদেবী সে।

সে কখনো অরফিউস এর প্রণয়িনীর অলীকতা,
কখনো বা দ্রৌপদীর স্খলিত কেশের অপমান।
কখনো সে পারিজাত পুষ্পের আনন্দ-সৌরভ,
কখনো বা সোমরস এর মাদকতাময় গৌরব।
কখনো সে নীলকণ্ঠ শিবের কণ্ঠে ধরা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০ বার পঠিত     like!

"মানভঞ্জন" আরেকটিবার

লিখেছেন ঋদভিকা পাল, ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৮


(বোলপুর স্টেশন, শান্তিনিকেতন, রাত ৯:৪৮। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী দার্জিলিং মেলে যাত্রীদের ওঠার হিড়িক পড়েছে। মালদা স্টেশনেই ট্রেন অর্ধেক খালি হয়ে গেছিল। একেবারে ফাঁকা দ্বিতীয় শ্রেণীর কামরায় একা বসেছিলেন ডাকসাঁইটে অভিনেত্রী ষাট ছোঁয়া গিরিবালা দেবী, কাগজ পড়ছিলেন। মঞ্চের দাপুটে নমস্য অভিনেত্রী গিরিবালা আজকাল অবসর নিয়েছেন, তবে নিজের দল গান্ধর্ব থিয়েটারের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৫৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ