কিছু প্রশ্ন,
লাল প্রশ্ন, নীল প্রশ্ন, কালো প্রশ্ন
দিকভ্রষ্ট ঘুড়ি হয়ে ঘুরপাক খায়,
সূর্যের চারধারে পৃথিবীর নিয়তিতাড়িত ঘূর্ণনের নিরাবেগে ঘুরপাক খায়।
তবে তাদের গন্তব্য নেই,
যেমনটি আছে শেষে ধরাশায়ী দিকভ্রষ্ট ঘুড়ির।
তারা কেন্দ্রহীন,
সূর্যে তাদের অধিকার নেই।
তাদের উত্তর হয় না।
পৃথিবীর কাছে, জলের কাছে, আগুনের কাছে, বায়ুর কাছে, মহাশূন্যের কাছে
কোনো উত্তর নেই।
কেউ দেয় না।
শুধু,
অন্ধ নিয়তিচালিত চাকার নিরাবেগ নিয়ে কিছু প্রশ্ন ঘুরপাক খায়,
লাল প্রশ্ন, নীল প্রশ্ন, কালো প্রশ্ন।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



