কিছু আঁধার দেখেছি।
জমাট, নিশ্ছিদ্র আঁধার।
পরমেশ্বরের আদেশে যার কালোয় জ্যোৎস্নার প্রবেশ নিষেধ।
কিছু আঁধার দেখেছি।
হাতড়ে মরা আঁধার।
মহাবিশ্বের মাতৃজঠরগত আঁধার নয়,
প্রলয়সর্বস্ব তমিস্রা।
কিছু আঁধার দেখেছি।
অসহায়, বড় অসহায় গুমরে মরা আঁধার।
আর্তের নাদ নয়,
নীড়হারা অন্ধের আঁকড়ে ধরা প্রার্থনা।
কিছু আঁধার দেখেছি।
পরিত্যক্ত প্রাসাদের আঁধার,
কালবোশেখির রাতের আঁধার,
নক্ষত্রবর্জিত কবরের আঁধার।
আমি আঁধারের কিছু অবয়ব দেখতে পেয়েছি।
(ঋদভিকা
০১/০৫/২১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



