খুঁজতে চাই।
এক আকাশ নৈঃশব্দের মাঝে একটি কণ্ঠস্বর খুঁজতে চাই,
জগদ্দল পাথরের মত পৃথিবী চৌচির করে বেরিয়ে আসা ঝর্ণার সন্ধান করে ফিরতে চাই,
আশ্বাসে - বিশ্বাসে জড়িয়ে মরতে চাই।
যদিও,
আসছে বসন্তে তুমি আসবেই সে ভরসা কেউ দেবে না, দেয় না।
তুমি জোছনার হাহাকারে আস্থা রাখো কিনা তাও কেউ জানাবে না,
জানি।
তবু,
আমি খুঁজতে চাই,
ঠিক যতখানি খুঁজে বেড়ালে তৃষার্ত মানুষ হয়ে জন্মাবার দণ্ড লাঘব হতে পারে,
অন্তত সম্ভাবনাটুকু টিকে যেতে পারে,
ততখানি।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



