এইতো সেদিন ফাগুন এসেছিল।
নিঃসঙ্গ হিমে জমা বরফে ভাঙন ধরাবে বলে ফাগুন এসেছিল অনাহুত অতিথি হয়ে,
নতুন পাতা আর কৃষ্ণচূড়ার উপহার নিয়ে।
মনে আছে, সে কী উৎসব জমেছিল সেদিন!
বসন্তবরণ করবে বলে প্রেম এঁকেছিল স্বপ্নরঙা আল্পনা,
পাখিরা গেয়েছিল বসন্ত বাহার,
লাজবতী পৃথিবী করেছিল ফুলের শৃঙ্গার,
আশার নৈবেদ্যে হয়েছিল ঋতুরাজের পূজা।
তবু সে চলে গেল কেন?
পূজায় বুঝি ভুল ছিল?
অথবা, সে কেবল কেড়ে নিতেই এসেছিল, দাতার ছদ্মবেশে?
জবাব সে দিয়ে যায়নি,
চলে গেছে ততদূর, যতদূর গেলে প্রিয়তম সাদা পাতা হয়ে যায়,
পথভোলানো কুয়াশা একচ্ছত্র অধিপতি হয়ে বসতে পারে।
ফাগুন চলে গেছে,
হিমের মৃত্যুকে অভিষিক্ত করে জীবন চলে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



