
#কৃষ্ণচূড়ার_ফাল্গুন
"...ওদিকে পুলিশের গুলি চলছে, কিছু ছেলেমেয়ে তখনও 'রাষ্ট্রভাষা বাংলা চাই' শ্লোগান দিয়ে যাচ্ছে। আমি পাগলের মত জহিরকে খুঁজছি। হঠাৎ কিছু একটায় হোঁচট খেয়ে সামলে নিয়ে চেয়ে দেখি জহিরের লাশ, রক্তে ভেসে যাচ্ছে…"
জহিরের বন্ধু অমলের লেখা চিঠির এই অংশটুকু ষষ্ঠবারের মত পড়া শেষে পাশে রেখে সামনের কৃষ্ণচূড়া গাছের দিকে বোবা চোখে চেয়ে রইলো রওশন। মার্চের শুরুতে বাড়ি আসার কথা ছিল জহিরের; কিন্তু, ২১ ফেব্রুয়ারির বিকেলে তাকে যে ঢাকার রাজপথের বড় প্রয়োজন ছিল, রওশনের জানা ছিল না।
ফুলগুলো আজ যেন বড় বেশি জ্বলছে।
১৯৫২ এর বসন্ত রওশনের অপূর্ণ প্রেম আর বাংলাভাষার গৌরবকে একসূত্রে গেঁথে দিয়েছে এইসব কৃষ্ণচূড়ার লালে।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
ছবিসূত্র: Pinterest
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



