
#বিশ্বাস
সাদা কাপড়ে মোড়া পঞ্চাশ ছুঁই-ছুঁই অমলবাবুর নিথর দেহ পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। রহমানগঞ্জ থানার ইনচার্জ প্রমিত সান্যাল দুই রুমের বাসাটিতে খানাতল্লাশ সেরে শোবার ঘর থেকে বেরোতে যাবেন, দরজার ঠিক সামনে এক টুকরো সাদা কাগজ দেখতে পেলেন।
কাগজ খুলে দেখলেন একটি চিরকুট, তাতে লেখা, "শর্মিলার মৃত্যুর পর ভেবেছিলাম, সামান্য বেতনের চাকরিটি আর লেখাপড়া নিয়ে বাকি জীবন নিরিবিলিতে কাটিয়ে দেবো। স্ত্রীকে কোনোদিন সচ্ছল সংসার,সন্তান দিতে পারিনি; এবারে নিজের মত প্রায়শ্চিত্ত করবো। দীর্ঘ একুশ বছর যে প্রতিষ্ঠানের সেবায় নিজেকে ঢেলে দিতে গিয়ে শর্মিলার অপেক্ষা-উৎকণ্ঠা উপেক্ষাই করে গিয়েছি, তারাই যে আজ আমায় তহবিল তছরূপের দায়ে ছাঁটাই করবে- কে ভেবেছিল? ক্ষতি তাতেও নয়, বড় ক্ষতি এটাই, বাড়িতে পুলিশ আসার পর দেখেছি যারা এতদিন আমায় সমীহ করতো তারাও কানাঘুষো করছে, বন্ধুরা একঘরে করেছে। স্লিপিং পিল ছাড়া আমার আর তাই উপায় নেই। অথচ, আমি তো জানি, ঋণের জ্বালা সয়েও অন্যের উপার্জনে হাত দেবো- এ কোনোদিন সুদূরতম কল্পনাতেও ভাবিনি।
মানুষের বিশ্বাস কি কাচের চেয়েও ঠুনকো?"
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
ছবিসূত্র: Pinterest
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



