তন্দ্রাহীনতায় সুখ খুজে,
প্রতিবন্ধক আলোক দেয়ালে মুখ বুজে;
সব দেখেও দৃষ্টি দূরে সরিয়ে,
শান্ত থাকার প্রত্যয়।
অস্তিত্ব সংকটে আরও বিপন্নতা
না চাইলেও আরও চাওয়ার সীমাহীন আকুতি,
অস্পষ্ট তবু নিখাদ অনুভূতি;
চারপাশের সব দেয়াল অতিক্রম করবার আকাঙ্ক্ষা
বারবার সব এলোমেলো
আর বিক্ষুব্ধ করে দেয়।
নিঃশব্দ নীরবতায়
নিস্তব্ধ বেদনায়;
আরও বর্নহীন জীবনের জোয়ারভাটা।
তাই হাসবার গান ও মরবার প্রান আজ মিলেমিশে একাকার।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৮ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




