আজ ২৮ ফেব্রুয়ারী, ২০১৩। একটি ফাঁসির রায়, সাথে আমাদের দেশে গৃহ যুদ্ধ। কোন প্রকার কল্পনা বা আইডিয়া থেকে নয়, আশেপাশের পরিস্থিতি লক্ষ্য করে, সাথে পরিচিত জামাত শিবিরের কর্মীদের সাথে কথা বলে নিশ্চিতভাবে বলতে পারি, গৃহ যুদ্ধের শুরুটা হল আজ থেকে। তার শেষ কোথায় না বলতে পারবো আমি, না পারবেন আপনি।
সকলে প্রস্তুত থাকবেন, যে কোন সময় এই যুদ্ধের শহীদদের তালিকায় নাম উঠে যেতে পারে আমার অথবা আপনার। আজ যেমন নিহত হল অর্ধশত মানুষ, কাল ও হবে...... হতেই থাকবে...হতে হতে হয়ে যেতে পারে আমার অথবা আপনার। তাই একটু সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন। মৃত্যু কারোরই কাম্য নয়। মৃত্যু আসে কাউকে না বলে। আমার জন্য দুয়া করবেন, অন্নের কাছ থেকে দুয়া নিবেন। ভাল থাকবেন।
একটা প্রশ্ন থাকল সকলের কাছে়.... আমাদের প্রাপ্য টা কি,এতো কিছুর পরে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



