চলছে রমজান মাস । রমজান মাসে অন্য সময়ের তুলনায় কাজ একটু কম বলে হাতে কিছু সময় পাওয়া যায় । কিন্তু এই অবসর সময়টাকে বিরক্তিকর করতে অন্য কোন কিছুর প্রয়োজন হয়না । শুধু মাত্র টিভি খুললেই চলে। বিরক্তিকর সব বিজ্ঞাপনের বেড়াজালে আবদ্ধ অনুষ্ঠানগুলো । ২৪ ঘণ্টা চলমান বিজ্ঞাপনের মাঝে মাঝে ৫ মিনিটের জন্য দেখতে পাওয়াযায় কাঙ্ক্ষিত অনুষ্ঠান ।
প্রতিটি চ্যানেল , প্রতিটি অনুষ্ঠান এই বিজ্ঞাপনের বেড়াজালে বন্ধি । খবর থেকে শুরু করে, ইসলামিক অনুষ্ঠান, নাটক , ছায়াছবি সবকিছুই এই বিজ্ঞাপনের জন্য আজ বিরক্তির শেষ পর্যায়ে । ১০ মিনিট বিজ্ঞাপনের মাঝে খবর থাকে ২ মিনিট । ২০ মিনিট বিজ্ঞাপনের মাঝে নাটক থাকে ৫-৭ মিনিট ।
প্রতিটি চ্যানেল চ্যানেল আই , এনটিভি , এটিএন বাংলা সহ সব চ্যানেলেই চলছে এই বিজ্ঞাপনের দৈরাত্ব ।
বাসায় মা-ছোট বোন ভারতের চ্যানেল গুলো দেখত বলে কত বকাবকি করতাম । দেশি চ্যানেল দেখ , দেশি নাটক দেখ ইত্যাদি ইত্যাদি । এখন বুঝতে পারতেছি মানুষ কেন এই বাংলা চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ।
আসুন আমরা সবাই এই বাংলা টিভি চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেই । ততদিন বন্ধ রাখি , যতদিন না চ্যানেলগুলতে বিজ্ঞাপনের একটা নির্দিষ্ট নিতিমালা চালু না করে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



