আজকাল জাতিকে কলংকমুক্ত করা বা অভিশাপমুক্ত করা নিয়ে অনেক শ্লোগান শোনা যায়। অমুকের ফাঁসি দিতে হবে, অমুকের বিচার করতে হবে, অমুককে অপসারণ করতে হবে, দূর্নীতি দূর করতে হবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। সবই ঠিক আছে। কিন্তু প্রথম যে কাজটা করতে হবে তা কেউ বলেনা। প্রথম যে কাজটি করতে হবে তা হলো নিজেকে কলংকমুক্ত হতে হবে। দিনের শেষে আয়নার সামনে দাড়িয়ে বলতে হবে, "হ্যাঁ, আজ আমি একটা শুদ্ধ দিন পার করেছি, আজ আমি দেশের স্বার্থকে নিজের স্বার্থের কাছে জলান্জ্ঞলি দেইনি, আজ আমি কোন অসৎ কাজ করিনি, আজ আমি কারো ক্ষতি করিনি"।
যেদিন থেকে প্রতিদিন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে এসব কথা বলতে পারবো, সেদিন আমরা জাতিকে কলংকমুক্ত করার কথা বলার অধিকার অর্জন করবো। তার আগে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


