ভোরের এক মুঠো সিগ্ধতা সজিবতা দিক তোমায়
আমার হয়ে
সান্ত হাওয়া শীতলাতায় ছুয়ে যাক তোমায়
আমার হয়ে
কাচাঁ রোদ ঝলমলিয়ে হাসুক তোমার জন্য
আমার হয়
রাত্রি জাগা শিশির কনা সাজাক তোমায়
আমার হয়ে
সদ্য ফোটা ফুলের সুবাস আনন্দে জড়াক তোমায়
আমার হয়ে
ছোট্ট পাখি মিষ্টি সুরে ঘুম ভাঙ্গাক তোমার
আমার হয়ে
নীল আকাশ নতুন দিনে সাগতম জানাক তোমায়
আমার হয়ে
রুপালি নক্ষও গুলো শেষ মূহুর্ত পর্যন্ত তোমার
উন্মিলনের অপেক্ষায় রবে আমার মত
তুমি সপ্ন ছেড়ে বিদায় জানিও নক্ষত্র আকাশ আর
আমাকে.........।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




