অদ্য প্রভাতে গনিত শাস্রের পাঠ শেষ করিয়া শ্রেনী কক্ষ থেকে বাহির হইয়া বসিয়াছি...মস্তক দিচক্র যানের চক্রের মত ঘুরিতেছে...আর আমি খুদ্দ মনে ভাবিতেছি...
এমন সময় আমার এক সহপাঠিনি নিকটে চিন্তিতো মুখব্বয় নিয়া আমার পাশে আসিয়া দাড়াইল।।আমি মনে করিলাম ইহার ও বুঝি আমার ন্যায় সমস্যা হইয়াছে...বালিকা অতি ধীরে কহিল...বন্ধু আমার একটা প্রশ্ন এর উত্তর দিবা ???? আমি ও ধীরে ধীরে কহিলাম আমি নিজে যদি বুঝিতাম তা হইলে তোমার উপকার করিতে পারিতাম..:
বালিকা তাহার ডাগর চোখ দুই খানা অবনত করিয়া ফিসফিস করিয়া কহিল...বালক গন বালিকা দেখিলেই কেন তাহাদের মস্তকের উপরের ঘাস নামক কুন্তল টিক করে ??? আমি তো প্রশ্ন শুনিয়া হা
বালিকা আমার নিকট এক দিনের সময় চাহিল...আমি ও দিলাম ... এখন আপনা রাই বলেন আমি এই বালিকারে কি উত্তর দিব...। আর তাহার প্রশ্ন তাহার নির্বুধিতার প্রমান দেয় কিনা তাও জানাবেন...।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




