দ্বিতীয় মৃত্যুর পূর্বে দ্বিতীয় জীবন
এইতো আমি, অন্ধকার নিশিথ রজনীর মাঝে,
অথবা রৌদ্রকরোজ্বল ঝলমলে আলোয়
জনমানবের এই ব্যাস্ততম নগরীর বুকে,
আমি ভুলে যাই আমার সব শূন্যতা
একাকিত্বের অক্টোপাশের রাহুগ্রাস ।
আমি ভুলে যাই যতসব কল্পনা
পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ।
যখন তাঁহার চাহনির গভীরতায়
আমি খুঁজে পাই আমার আমিকে,
অথবা তাঁহার মুঠোফোনের ঝংকারে
প্রজাপতির ডানায় ভর করে আসে রঙ্গিন স্বপ্ন
আমার চেতনায় জেগে উঠে হৃদয় স্পন্দন,
শিরা উপশিরায় তাঁহার হাস্য কলধ্বনি ।
আমি খুঁজে পাই আমার অস্তিত্ব,
দ্বিতীয় মৃত্যুর পূর্বে দ্বিতীয় জীবন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





