*********************
নয় মার্কিন পণ্ডিত আর এক বাংলাদেশি রাজনীতিবিদ গেলেন হিমালয় জয় করতে। কিন্তু পাহাড়ে ওঠার সময় ভীষণ বিপদে পড়ে গেলেন দশ অভিযাত্রী। বেয়ে ওঠার দড়িটা খুব দুর্বল হয়ে গেছে। যেকোনো একজনকে দড়ি থেকে ফেলে না দিলে সবাই একসঙ্গে পড়ে যাবেন এমন অবস্থা। কিন্তু কেউই হাত থেকে দড়ি ছাড়তে নারাজ। বাংলাদেশি রাজনীতিবিদ দেখলেন পরিস্থিতি বেশি সুবিধার না। তাঁরা নয়জন মিলে তাঁকে হাত থেকে দড়ি ছেড়ে দিতে বাধ্য করবেন। তখন তিনি সবার উদ্দেশে বক্তৃতা শুরু করলেন, কেন তাঁদের মতন মহান পণ্ডিতদের জীবন তাঁর মতন তুচ্ছ মানুষের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং তিনি এই নয় মার্কিন পণ্ডিতের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পেরে কেমন ধন্য বোধ করছেন। পণ্ডিতেরা বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে সবাই হাততালি দিয়ে উঠলেন।
*********************
দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে—
প্রথম অভিযাত্রী: আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরটা আমার দুই জায়গায় কাটে।
প্রথম অভিযাত্রী: কোথায় কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দিই।
ইন্টারনেট থেকে।
=============================================
আমার যত কৌতুকঃ
পর্ব ১-কিছু কমন কৌতুক
পর্ব ২- আরও কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+)
পর্ব ৩- এবং কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+)
পর্ব ৪- মাঝরাত্তিরে কমন কৌতুক
পর্ব ৫- আবার কিছু কমন কৌতুক (এইগুলাও ১৮+)
পর্ব ৬- চরম একখান কৌতুক(১৮+ কিন্তু)
পর্ব ৭- ছাগু আর রাজাকারগো লাইগা কৌতুক(১৮+ কিন্তু)
পর্ব ৮- আরকখান চরম কৌতুক(কঠিনভাবে ১৮+)
পর্ব ৯- আবার কিছু চরম কৌতুক(কঠিনভাবে ১৮+)
পর্ব ১০- সেইরকম একটা কৌতুক{ দূর্দান্তভাবে ১৮+}
পর্ব ১১-মদনকাণ্ড ও শৌচকর্ম {ফাটাফাটি একটা কৌতুক। না পড়লেই মিস}
পর্ব ১২- একজন মানুষের জীবনে যত টেনশন{কঠিনভাবে ১৮+}
পর্ব ১৩- কোপাকুপি একখান জুক্স(১৮+)
পর্ব ১৪- হাসিনা-খালেদা-এরশাদের স্বর্গযাত্রা
পর্ব ১৫- অবিশ্বাস্য রকমের দুর্দান্ত ও কোপাকুপি একখান জুক্স ( না পড়লেই মিস)
পর্ব ১৬- সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ১৭- মধ্যরাতের মজারু (১৮+, বাচ্চারা খেলতে থুক্কু ঘুমাতে যাও)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




