ডাঃ সমাজের
স্বার্থে একটি মানবিক আবেদন :-
একজন ডাঃ , পুরুষ কিংবা নারী ,
সে আজ কোথায় নিরাপদ ????
কর্মজীবনের শুরুতেই
আমরা ইন্টানির সময় নিজ
শিক্ষাক্ষেত্রেই বসে রোগীর
আত্বীয়স্বজনদের কাছে ধোলাই
(লিখতে খারপ লাগছে) খাচ্ছি ।
অথচ আমরা চোর না , ১ম শ্রেনীর
গেজেটেড অফিসার যারা ঐসব
রোগীর সেবার জন্য রাত দিন সব
কিছুকে তুচ্ছ মনে করে । সাভার
ট্রাজেডি যার জলন্ত প্রমান ।
এরপর আসি Private practise
কিংবা ক্লিনিকে ।
এখানে আমাদের
মহিলা ডাঃ কে রোগীর লোক
দূরে থাক , তার অধীনস্থ
কর্মচারী তাকে ধর্ষন
করতে না পেরে হত্যা করছে ।
ডাঃ সাদিয়া আফরিন
ইভা কথা কারও
এরমধ্যে ভুলে যাওয়ার কথা না ।
কর্মক্ষেত্র বাদ দিলাম । এবার
আমাদের নিজ গৃহের
দিকে তাকায় , সেখানেই
বা আমরা কতখানি নিরাপদ ??
ডাঃ সেজাদি আপু তার নিজ
স্বামী(নরপশু)
হাতে বেডরুমে নিহত হলেন ।
স্বামীটি কিনা আবার
লেঃ কর্নেল , আইনের রক্ষক ।
পাষান্ড রড দিয়ে পিটিয়ে হত্য
করে সেজাদি আপুকে । এরপর
তাকে বাথরুমে জুলিয়ে আত্নহত্য
চেষ্টা করে । সেজাদি আপু
আমাদের শের-ই-
বাংলা মেডিকেল কলেজের ২৮
তম ব্যাচের ছাত্রী ছিলেন । আজ
তার জন্মদিন ছিল। তার দশ
বছরের একটি ছেলেও আছে। একজন
লে কর্নেল স্বামীও কিন্তু
আমদের নিরাপদ আশ্রয়
দিচ্ছে না ।
নির্যাতনের এরকম আরও শত শত
উদাহরন আছে । কিন্তু আর কত?????
এটা কি থেমে থাকবে ? ....এরপর
কার পালা ???.....
হতে পারে আপনি , আমি ,
আমাদের কারও বোন
কিংবা ভাই নতুবা আমাদের
কোনো সহকর্মী । কিন্তু
আমরা কি আমরা কি এভাবে মার
খেয়েই যাবে ?? সব কিছুই মুখ
বুজে সহ্য করে শুধু
চিকিত্সা দিয়ে যাব ??
সৃষ্টিকর্তাও সে জাতির ভাগ্য
ততক্ষন পর্যন্ত পরিবর্তন করেন
না , যতক্ষন পযন্ত
তারা নিজেদের ভাগ্য
পরিবর্তনের চেষ্টা না করে।
চোখের পানি মুছে ফেলুন ।
যে যার অবস্থান থেকে প্রতিবাদ
করেন ।আসুন শুধু মুখে নয় , নিজের
স্বার্থেই সত্যিকার
অর্থে প্রতিবাদ করি ।
আগামী কাল
ডাঃ সেজাদী আপুর
হত্যাকান্ডের প্রতিবাদে মানব
বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন
করা হয়েছে । সবার স্বতস্ফূর্ত
অংশগ্রহন ডাঃ সমাজ
নির্যাতনের বিরুদ্ধে আমাদের এ
আন্দলনকে আরো বেগবান ও
অনুপ্রানিত করবে ।
স্থান: শের-ই-
বাংলা মেডিকেল কলেজ
প্রাঙ্গন ।
সময় : দুপুর ১২:০০।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






