প্রতি শনিবার এন টিভিতে রাত সাড়ে ১১ টায় প্রচারিত হয় Ha-show। কৌতুক দিয়ে সাজানো অনুষ্ঠানটা উপস্থাপনা করছে আমার এক বড় ভাই ইয়াফি ভাই। সেদিন কথা হচ্ছিলো তার সাথে অনুষ্ঠানটা নিয়ে। তিনি জানালেন, অনুষ্ঠানটা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা। এ অনুষ্ঠানটার আদল খানিকটা কলকাতার মীরাক্কেলের মত হলেও এ অনুষ্ঠানটা অতটা জমানো সম্ভব হয়নি এখনো। আসলে এ কথা তো সত্য যে মানুষকে হাসানো আসলেই অনেক কঠিন। আর এদিকে রয়েছে অনুষ্ঠানের কৌতুক নিয়ে সেন্সরের খড়গ। আমি ব্লগেও খেয়াল করেছি ১৮+ কৌতুকেই মানুষ মজা পায় বেশি, কিন্তু ১৮+ কৌতুক এ অনুষ্ঠানে নিষিদ্ধ। আবার কোন বিষয়ে যদি সামান্যতম ধর্মীয় অনুভুতিতে আঘাত পাবার বিষয় হয়ে যায় তাহলে সে কৌতুকতো অবশ্যই বাদ, কোন মিডিয়াই চায় না প্রথম আলোর মত বিপদে পড়তে। সব মিলিয়ে পানসে কৌতুকগুলোই অভিনয়ে কথাবার্তায় খানিকটা লবন আর ঝাল মিশিয়ে একটু মজার করে পরিবেশনের চেষ্টা করছে প্রতিযোগিরা।
যাই হোক, ইয়াফি ভাইয়ের উপস্থাপনায় এটাই প্রথম টিভি অনুষ্ঠান, সুতরাং দর্শকদের মতামত তার জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমার এ পোস্টটা সে কারনেই। তিনি নিজেও এই ব্লগের একজন পাঠক। অনুষ্ঠানটা আসলে কেমন হচ্ছে সে বিষয়ে এই ব্লগের ব্লগারদের মতামত জানার ইচ্ছা তার।
কেমন লাগছে Ha-show আপনাদের কাছে?
আলোচিত ব্লগ
সক্কাল বেলা একটা জোক্সস শোনাই

বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে যতটা নিকৃষ্ট ভাবে ভোট চুরি হয়েছে আর কারো আমলে হয় নি। এমন কি এরশাদের আমলেও না। ...বাকিটুকু পড়ুন
গো ফুলের নিয়ামত

এখন নাকি বিবেক বুদ্ধির জন্ম হচ্ছে-
ঘুরপাক বুড়োরা মৃত্যুর কুলে দুল খাচ্ছে;
রঙিন খাট পালঙ্কে- মাটিতে পা হাঁটছে না
শূন্য আকাশে পাখি উড়ু উড়ু গো ফুলের গন্ধ
উঠান বুঠানে বিবেক বুদ্ধির বাগান... ...বাকিটুকু পড়ুন
ছোট পোস্ট!

জুলাই সনদে স্বাক্ষরের দিন ড. ইউনুস বলেছেন, “এই সনদে স্বাক্ষর করলে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উন্নীত হবো।”
আর গতকাল উনি বলতেছেন বাঙালি হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে জালিয়াত জাতি! তো জুলাই সনদে... ...বাকিটুকু পড়ুন
শের
তিন শ' এক//
আমার সাহস দেখে, জানি. তুমি খুব রেগে যাবে।
ঘরহীন, সর্বহারা ভালোবাসা জানায় কিভাবে ?
তিন শ' দুই//
চোখের মালিক ঘোর নিঃশ্বতার আঁধারে ডুবেছে;
তবুও বেকুব চোখ সুন্দরের নেশায় ডুবেছে!
...বাকিটুকু পড়ুন
পলাশী ১৯৫৭, বাংলাদেশ ২০২৬ঃ সিরাজের বাহিনি ও বিএনপি

সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।