
ছবি তোলার ব্যাকরণ জানিনা কিছুই। এর মান নিয়েও তাই ভাবি না। ছবি তুলি নিজের আনন্দে। কয়েকটি বিষয়ের মাঝে শিশু আর ঘুমন্ত মানুষের ছবি তুলে খুব আনন্দ পাই। সাথে ক্যামেরা থাকলে ক্যামেরায় নতুবা মোবাইলে। দেশে এবং বিদেশে নিজের তোলা শিশুদের কিছু ছবি নিয়ে এই পোষ্ট।
দেশ
১। দীপালিতে শিশুর উজ্জল মুখ

২। ইনি ছিলেন নেংটু , ছবি তুলবো দেখেই তাড়াহুড়া করে কোমরে জড়ালেন পোশাক। কত সুন্দর স্টাইল

৩। চকলেটের লোভ দেখিয়েও কাজ হয়নি , গাছের আড়াল থেকে বেড় হননি উনি।

৪। জীবনের হাল ধরে দাড়িয়ে - এই বয়সেই বাবার সহযোগী

৫। খুবই বিরক্ত , রাগত - সাবধান


৬। উচ্ছাস - এমন আনন্দ কোথায় পাওয়া যায় ?



বিদেশ
৭। মাতৃত্ব , নির্ভরতা

( কুয়ালালামপুর )
৮। ক্লান্তি - বিশ্রাম

( গ্রেট ওয়াল, চায়না )
৯। আনমনে আঁকিবুঁকি

১০। মা মেয়ের হাসি

১১। বুদ্ধি - সাইকেল চালাতে পারেনা, তাই সাইকেল উল্টিয়ে হাত দিয়ে চাকা ঘুড়ানো

৯,১০,১১ এর ছবি তিনটি টরেন্ট , ক্যানাডার। এই স্থানটির নাম ভুলে গিয়েছি। সি-বিচ এর বালির উপরে কাঠের রাস্তা। কেউ জানলে জানাবেন।
১২। আনন্দ

( টরেন্ট , ক্যানাডা )
১৩। হুম , আমরাও পারি বয়ে নিয়ে যেতে

( টরেন্ট , ক্যানাডা )
১৪। ঘুম

( নায়াগ্রা , ক্যানাডা )
১৫। শিশুর চোখের পানি , কান্না বন্ধের কৌশল সব কিছুই এক সব দেশে

( মনট্রিল , ক্যানাডা )
১৬। বাগানের বর্ণিল ফুল


( পিয়ংইয়ং , উত্তর কোরিয়া )
১৭। হাম , পিচ্চির হাতে পিচ্চি

( সিঙ্গাপুর )
১৮। মগ্নতা

( সিঙ্গাপুর )
১৯। দলবদ্ধ


( সিঙ্গাপুর )
২০। অবাক

( সিঙ্গাপুর )
২১। মনোযোগ

( সিঙ্গাপুর )
** সবশেষে আমার ছোট ছেলে প্রিয় এর একটি ছবি

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১২ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


