বাংলাদেশের রাজনীতির আসল চালিকাশক্তি শুধু দলীয় নেতাদের বক্তব্য বা কর্মীদের বয়ানে সীমিত নয়— এর বাইরে আছে আঞ্চলিক লেনদেন, প্রভাবশালী গোষ্ঠী, বিদেশি সংযোগ ও করপোরেট-মিডিয়া নেটওয়ার্ক।
রাজনীতিকরা জনগণকে আশ্বস্ত না করে ব্যবহার করেছেন, অবিশ্বাসের চক্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 'ষড়যন্ত্র তত্ত্ব' আর 'অন্ধ বিরোধিতা'য় আটকে থেকে তারা রূপান্তরের সুযোগ হারিয়েছেন।
এখন দরকার দলীয় একনায়কত্বের বদলে অভ্যন্তরীণ গণতন্ত্র, তথ্যভিত্তিক নীতি ও অংশগ্রহণমূলক নেতৃত্ব। পরিবর্তন ধীরগতির, কিন্তু শুরু না করলে আমরা শুধু 'নতুন মুখে পুরনো সংকটই' দেখব। প্রশ্ন হলো, নেতৃত্ব কি সত্যিই পাল্টাতে চায়?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




