আমরা কেন বাইরের দুনিয়ায় ভ্যালু পাই না—সেটার গভীরে গেলে দেখা যায়, এটা শুধু স্কিল বা অর্থনৈতিক দুর্বলতার সমস্যা না। সমস্যাটা আমাদের সংস্কৃতির অভাব। শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিব সবার মধ্যেই এই অসুন্দর আচরণের ছাপ থাকে। সালামের জবাব না দেওয়া, অপরিচিতকে সম্মান না করা, ছোটখাটো শিষ্টাচারেও অনীহা—এগুলো বইয়ে শেখার জিনিস না। এটা পরিবার, সমাজ থেকে আসে, যা আমরা লালন করি না।
বাসায়-রাস্তায়-অফিসে আমরা যেভাবে অন্যের প্রাইভেসি, সময় বা অনুভূতিকে গুরুত্ব দিই না, সেটাই বিদেশে গিয়েও আমাদের ‘আনকালচার্ড’ হিসেবে চিহ্নিত করে। পাকিস্তানি-আফগানরা তাদের আতিথেয়তা আর শিষ্টাচারে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়, আর আমরা? ‘বাংলা টাউন’ যেখানে, সেখানেই ভেজালের রেকর্ড!
চাইলেই এই অবস্থা বদলানো যায়। শুরু করতে হবে নিজ থেকে—একটা ‘সরি’, একটা ‘ধন্যবাদ’, সামান্য সময় দিয়ে কারো কথা শোনা। কারণ, স্কিল বা ডিগ্রি আমাদের শুধু যোগ্য করবে, কিন্তু ভালো মানুষ করে গড়ে তুলবে সংস্কৃতি। আর সেটাই আসল ভ্যালুর জায়গা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৫ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




