![]()
কিছুক্ষন আগেই একেছি
আমাদের দেশের অখ্যাত- বিখ্যাত ব্যক্তিদের মত কখনই বলবোনা ছোটবেলা থেকেই আমার অমুক তমুক কিছু একটা হওয়ার শখ ছিল। তবে ছোটবেলা থেকে ছবি আঁকার চেয়ে লেখালেখি করতেই আমার ভালোলাগতো বেশি। তাছাড়াও চিত্রকর্ম শেখার জন্য অপরিহার্য্য উপকরন রঙ, তুলি আর রঙ্গীন পেন্সিল হাতে নেয়া ছিল আমার জন্য দুরূহ এক বিষয় ।
![]()
২৬ শে মার্চ
স্কুলে থাকা অবস্থায় একটা ড্রইংই পারতাম তা হলো একটা বেড়ার ঘর তার পেছনে কলা গাছের ঝোপ। বলে না দিলে যা বোঝার কারো সাধ্য ছিল না । সেখান থেকে এই বয়সে এসেও তার কিছু মাত্র উত্তরণ ঘটেনি ।
![]()
পহেলা বৈশাখ এ আঁকা শুভেচ্ছাবানী
তবে কম্পিউটারে বিভিন্ন টুলস থাকায় আমার এই এক মাস ব্যাপী প্রবাস জীবনের অখন্ড অবসরে কিছু ছবি আকতে চাইলাম যা আমার ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো ।অনুরোধ থাকলো এর মাঝে কেউ কোন শিল্পকর্ম খোজার চেষ্টা করবেন না ।
![]()
মাইক্রোসফট পেইন্টে আঁকা আমার প্রথম ছবি , যা আকতে গিয়ে জান বের হওয়ার অবস্থা
![]()
২৬ শে মার্চে আঁকা
![]()
এম এস পেইন্টে আঁকা কাঁচা ছবি
![]()
প্রিয় ফুল সুর্যমুখী

নীল পটভুমিতে ফুলদানী
![]()
ক্রিসেন্থিমাম
![]()
ফাগুনের শুভেচ্ছা জানিয়ে এক থোকা কৃষ্ণচুঁড়া
![]()
বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করা আমার প্রিয় দুটো দলের জাতীয় পতাকা
![]()
আদিবাসী রমনী
নিঃসর্গের ছবি
এখানে আমি শিখছি অনেকগুলো রঙ কি করে ব্লেন্ড করতে হয়। শেখা হয়নি কিছুই
![]()
সোনালী শষ্য ক্ষেত আর নীলাকাশের মিলনমেলা
![]()
সবুজ ঘাসের বুকে কৃষানের ঘর
![]()
সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দেখছি দূরে এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে ঘোলাটে আলো জ্বেলে দ্রুতবেগে গাড়ীর চলাচল।
![]()
নিঃসর্গ
![]()
নিঃসর্গ ২
![]()
মহেশখালীর বাকখালী নদী
![]()
নিঃসর্গ ৩
![]()
নাম না জানা এক খাল সুন্দরবন
![]()
নিঃসর্গ ৪

অর্থহীন আঁকিবুকি মাইক্রোসফট পেইন্টে

দিগন্ত
![]()
রমনী
ছবির স্বর্বসত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




