
কঠিন শিলার বুকটি চিড়ে
দাঁড়িয়ে আছো উচ্চশিরে
একলা তুমি, নিঃসঙ্গ এক ফুল,
দেখতে তোমায় হয়নি কোন ভুল!
শুষ্ক কঠিন শিলার ফাঁকে,
এসেছো তুমি কার ডাকে,
একা একাই চারিদিকে
শুভ্র হাসি ছড়িয়ে দিতে!!
ড্যান্ডিনং এর পাহাড় কোণে
‘স্কাই হাই’ এর ফুল বাগানে
হাঁটার পথের একটি বাঁকে
থামি তোমার নীরব ডাকে!
হয়তো তুমি নেই সেথা আজ,
মিশে গেছো মাটির সনে!
তবু সেই হাসিটি শুভ্র সলাজ,
আজও ভাসে আমার মনে!
(গত ০৯ জানুয়ারী ২০২০ তারিখ বিকেল চারটা চল্লিশ মিনিটে মেলবোর্নের ড্যান্ডিনং রেন্জের “স্কাই হাই ইংলিশ গার্ডেন” এ ঘুরে বেড়ানোর সময় কঠিন বাস্তবতার মাঝে মুখে হাসি ধরে থাকা এই নিঃসঙ্গ ফুলটি আমার চোখে পড়ে। তার এ হাসির মুগ্ধতায় আজকের এ স্মৃতিচারণ)
ঢাকা
২৬ এপ্রিল ২০২০
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




