একটি নতুন প্রভাতের জন্মঃ ০৬ মে ২০২২, ০৭ঃ৪৭
গত ঈদের দিন সন্ধ্যায় ব্লগার জুন এ ব্লগে তার তোলা কয়েকটি ছবি নিয়ে একটি ছবি-ব্লগ পোস্ট করেছিলেন। তার সেই ব্লগটা আমি আজই সন্ধ্যায় (স্থানীয় সময়) দেখলাম ও পড়লাম। কাকতালীয়ভাবে গত এক মাসে আমিও অনেক ফুল, লতা-পাতা, জলকেলীরত হাঁস, পরিশ্রান্ত কাঠ-ঠোকরা, এমন কি উদাসী একটি কাকেরও ছবি তুলেছি। জুন এর দেয়া উৎসাহে উৎসাহিত হয়ে আমিও আমার তোলা কয়েকটা ছবি নিয়ে একটি ছবি-ব্লগ এখানে পোস্ট করলাম।
ছবি তোলার স্থানঃ ম্যারিওট ওয়াটার্স এলাকা এবং তার আশে পাশে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ছবিগুলো আমার সেলফোন ক্যামেরায় তোলা, ছবির শিরোনামগুলোও আমারই।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
০৯ মে ২০২২
বিষণ্ণ সন্ধ্যায় একাকী দণ্ডায়মান একটি গাছ, এ গাছে বাস করে অসংখ্য ক্ষুদ্র পাখি। সকাল-সন্ধ্যায় তাদের সম্মিলিত কলতান শোনা যায়।
ছবি তোলার সময়ঃ ০২ এপ্রিল ২০২২, ১৭ঃ৫৮
"শান্ত নদীটি, যেন পটে আঁকা ছবিটি"....
ছবি তোলার সময়ঃ ০৩ মে ২০২২, ১৭ঃ৫৯
পথপাশে হাসিমুখে একেলা ড্যান্ডেলিওন
ছবি তোলার সময়ঃ ০৩ এপ্রিল ২০২২, ১৮ঃ০৩
"বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ" (কৃত্রিম বাঁশবাগান)....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ১২
সজীব ও উজ্জ্বল.....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ০৫
উজ্জ্বল ও প্রাণবন্ত.....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ০০
সন্ধ্যায় ঘরে ফেরার প্রাক্কালে জলকেলীরত কিছু পাঁতিহাস
ছবি তোলার সময়ঃ ০২ এপ্রিল ২০২২, ১৮ঃ৩৫
পরিশ্রান্ত একটি কাঠ-ঠোকরা তার কোটর থেকে বের হয়ে এসে খাদ্য অনুসন্ধানরত।
ছবি তোলার সময়ঃ ১২ মে ২০২২, ১২:১১
প্রস্ফূটিত হলুদ গোলাপ
ছবি তোলার সময়ঃ ০৪ এপ্রিল ২০২২, ১১ঃ৩৮
'Cranbourne station' এ ট্রেন থেকে নেমে পেনিনসুলা প্রাইভেট হাসপাতালে যাবার জন্য বাসের অপেক্ষায় ছিলাম। একটি উদাসী কাক একাকী বসে বসে নীলাকাশটাকে দেখছিল। ইচ্ছে ছিল, এ ছবিটি তুলে ওর সামনে গিয়ে আরেকটা ছবি তুলবো। কিন্তু কাক হচ্ছে প্রখর ইন্দ্রিয় শক্তির অধিকারী একটি পাখি। যেই না এ ছবিটা তুললাম, ওর পেছন থেকে তুললেও ও সেটা টের পেয়ে উড়াল দিল। পাশে থাকা এক যাত্রী ভদ্রলোক মুচকি হেসে বললেন, 'আপনার সৌভাগ্য যে অন্ততঃ এই ছবিটি তোলার আগেই কাকটা উড়াল দেয় নি'।
ছবি তোলার সময়ঃ ২৬ এপ্রিল ২০২২, ১৪ঃ২৩
গাছ ও পাথর, তবে 'গাছপাথর' (বাগধারা) নয়! ইচ্ছে হয়, পাথরটার উপর বসে খানিক আকাশটাকে দেখে নেই....
ছবি তোলার সময়ঃ ০৯ মে ২০২২, ১২ঃ৩৪
ফাগুনের আগুন (আমাদের দেশের)! তবে এদের এখানে এখন ফাগুন বা বসন্ত নয়, এখন এখানে চলছে শরত-হেমন্ত, কোন কোন দেশে যেটাকে 'ফল' বলে।
ছবি তোলার সময়ঃ ২৭ এপ্রিল ২০২২, ১৭ঃ৫০
"ঝরা পাতা গো, আমি তোমারই দলে, অনেক হাসি, অনেক অশ্রুজলে"।
ছবি তোলার সময়ঃ ০৭ মে ২০২২, ১০ঃ১৮
"এক ঝাঁক উজ্জ্বল পায়রা..."
ছবি তোলার সময়ঃ ৩০ এপ্রিল ২০২২, ১১ঃ৫৮
মহাসড়কের সুউচ্চ ল্যাম্পপোস্টে বসে আছেন আরেক দার্শনিক পক্ষী
ছবি তোলার সময়ঃ ০২ মে ২০২২, ০৯ঃ৫৭
এই ছবিটার মাঝে অনেকে নিজের মনের প্রতিচ্ছবি খুঁজে পেতে পারেন
ছবি তোলার সময়ঃ ৩০ এপ্রিল ২০২২, ১২ঃ১৬
মাছ খেতে খেতে ক্লান্ত, তাই একটু বিশ্রামরত
ছবি তোলার সময়ঃ ০৫ মে ২০২২, ১৪ঃ৪০
করোনা কালের পাখিঃ সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং) রক্ষা করে বসে থাকা এক সুখী দম্পতি
ছবি তোলার সময়ঃ ০৫ মে ২০২২, ১৪ঃ৫৬
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২০