
ওয়াসকানা লেক, রিজাইনা
সাচকাচুয়ান, কানাডা
২৮ মে ২০২৩, বিকেল ১৯ঃ২০
লেকের ওপাড়ে সাচকাচুয়ান প্রভিন্সিয়াল এসেম্বলী ভবনের শীর্ষাংশ দেখা যাচ্ছে।
ওয়াসকানা হ্রদ বা Lake Wascana টি কানাডার সাচকাচুয়ান প্রভিন্সের প্রাদেশিক আইন পরিষদ ভবন (পার্লামেন্ট হাউজ) এর সন্নিকটে অবস্থিত। সাচকাচুয়ানের রাজধানী রিজাইনাতে ১৮৮৩ সালে একটি প্রাকৃতিক জলাশয়কে খননকার্যের মাধ্যমে এই বৃহৎ লেকটি সৃষ্টি করা হয়। পরে ১৯৩০ সালে একটি সরকারী রিলিফ প্রজেক্টের অধীনে ২৭০৩ জন শ্রমিক কোন বড় যান্ত্রিক সরঞ্জামাদি ছাড়াই, শুধুমাত্র হ্যান্ডটুলস আর অশ্বচালিত ওয়াগন ব্যবহার করে এই হ্রদের গভীরতা ও পরিসর বৃদ্ধি করে। কিন্তু এটাও ১৯৯০ এর দশকের শেষ দিকে ভরাট হয়ে যাচ্ছিল। ২০০৩-২০০৪ সালে সরকার The Big Dig Project নামে খ্যাত এক বিশাল প্রকল্পের মাধ্যমে এই লেকের গভীরতা প্রায় ১৬ ফিট বৃদ্ধি করে। এই প্রকল্পের অফিসিয়াল নাম ছিল Wascana Lake Urban Revitalization Project। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল কানাডা সরকার, সাচকাচুয়ান প্রভিন্স এবং রিজাইনার জনগণের মধ্যে সংহতি শক্ত করা এবং ভবিষ্যত প্রজন্মের নগরবাসীদের জন্য একটি সুসংহত পয়ঃপ্রণালী ব্যবস্থা রেখে যাওয়া। এই প্রকল্পের নির্মাণ প্রকৌশলী এবং খনন কোম্পানীগুলো সবই ছিল সাচকাচুয়ান প্রভিন্স এর স্থানীয়। সে কারণে এটি ছিল স্থা্নীয় অধিবাসীদের জন্য একটি "প্রাইড প্রজেক্ট"। প্রকল্প সমাপ্তির পর আনন্দিত সাচকাচুয়ানবাসীরা দিনরাত দলে দলে এই লেক দেখতে সমবেত হতেন এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে এখানে অবস্থান করতেন। এখনও যে কোন বিশেষ দিনে নগরবাসীরা এখানেই সমবেত হন, অর্কেস্ট্রা দলের বাদ্য শোনেন এবং রাতে ফায়ার ওয়ার্কস দেখেন। মাত্র আড়াই মাস সময়ে খনন শ্রমিকরা রাতদিন চব্বিশ ঘণ্টা কাজ করে লেকের তলদেশ থেকে প্রায় তের লক্ষ ঘনফুট মাটি অপসারণ করে। রিজাইনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ গবেষণা করে সুপেয় জলাধার, সেচ সুবিধা এবং জলজ সম্পদের সংরক্ষণাগার হিসেবে এ হ্রদের কার্যকর সময়কাল আগামী ৫০০ বছর নির্ধারণ করেছেন।
এই বিশাল লেকটি রিজাইনাবাসীদেরকে তাদের ব্যস্ত জীবনে একটুখানি নিরিবিলি অবকাশ যাপনের সময় করে দিয়েছে। এখানে যে কোন সময়ে আসলে যেমন হন্টনকারীদের দেখা যায়, তেমনি দেখা যায় উচ্ছ্বল বাচ্চাকাচ্চাসহ পরিবারের সদস্যদের ঘুরে বেড়াতে, জগতের আর সবকিছু ভুলে গিয়ে প্রণয়ালাপরত রোমান্টিক যুগলদের বাহুবন্ধনে আবদ্ধ হতে, চিন্তামগ্ন একলা ভাবুকদের প্রকৃতির কোলে বিশ্রাম নিতে এবং কিছু 'ফিটনেস ফ্রীক'দের উচ্চঃস্বরে মিউজিক বাজিয়ে আনমনে নৃ্ত্য করতে। আমরা এ ওয়াসকানা লেকটি দেখতে গিয়েছিলাম ২৮ মে ২০২৩, বিকেল সোয়া সাতটায়। সেদিনও আমরা দেখেছি এক শ্বেতাঙ্গ ব্যক্তি গায়ের জামাকাপড় খুলে (শুধু শর্টস ছাড়া) মিউজিক বাজিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে নেচে চলেছেন। মাঝে মাঝে তিনি সমবেত দর্শকদেরকে তার সাথে নৃ্ত্যে যোগদান করার আহ্বান জানাচ্ছেন, আবার কখনো কখনো দর্শকদের মধ্য থেকেই কেউ কেউ স্বতঃপ্রবৃত্ত হয়ে তার সাথে যোগ দিয়ে মনের আনন্দে কিছুক্ষণ নেচে নিচ্ছেন। পরে স্থানীয়দের কাছ থেকে জেনেছি, সেই ভদ্রলোক নাকি প্রায় নিয়মিতভাবেই সেখানে এসে এ কাজটি করে থাকেন। মানুষের মন বলে কথা! কার মনে যে কত বিচিত্র খেয়াল, এবং কত জনে কত প্রকারে যে মনের তুষ্টি ও শান্তির সন্ধান পেয়ে থাকেন! লেকের চারিপাশে হাঁটার জন্য সুন্দর পায়ে চলা পথ। তার পাশ দিয়ে সাইক্লিস্টদের জন্য রাস্তাও রয়েছে। মাঝে মাঝে পায়ে চলা পথগুলো উপপথ সৃষ্টি করে জলের সাথে গিয়ে মিশেছে, যেন আগ্রহী কোন ব্যক্তি জলস্পর্শ করতে চাইলে সেই উপপথ ধরে নেমে গিয়ে তার মনের সাধ মেটাতে পারে। কেউ কোন উপপথ না নিয়ে যদি শুধুমাত্র পায়ে চলার পথ ধরে হাঁটতে থাকেন, তবে তিনি পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে যাত্রাশুরু'র পয়েন্টে পুনরায় উপস্থিত হবেন। এতে কতটা সময় লাগবে, তা নির্ভর করবে তার হাঁটার গতির উপর। আমি যেহেতু জায়গায় জায়গায় থেমেছি, ছবি তুলেছি, লোকজনের সাথে কথা বলেছি, আমার লেগেছিল সোয়া এক ঘণ্টার মত। কোথাও না থেমে সরাসরি হেঁটে আসলে হয়তো সময় লাগতো ৫০ মিনিটের মত।
(তথ্যসূত্র: উইকিপিডিয়া এবং লেকে স্থাপিত বিভিন্ন স্মারকস্তম্ভ থেকে সংগৃহীত। ছবিগুলো আমার আই-১৩ সেলফোন ক্যামেরা দিয়ে তুলেছি।)
ওয়াসকানা লেক, রিজাইনা
সাচকাচুয়ান, কানাডা
২৮ মে ২০২৩
শব্দ সংখ্যাঃ ৫৪২

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:36

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:37

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:37

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:39

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:40

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:42

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada. The Saskatchewan Parliament Building is seen across the shore.
28 May 2023, 19:43

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 19:48

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada. The Saskatchewan Parliament Building is seen across the shore.
28 May 2023, 19:49

Evening sky at Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:01

Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:07

"এই যে আকাশ, এই যে বাতাস,
'বউ কথা কও' সুরে যেন ভেসে যায়।
বেলা বয়ে যায়, মধুমুতি গাঁয়,
ওরে মন ছুটে চল, চেনা ঠিকানায়"।
Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:07

আলোছায়া
Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:07

"অচিন হাওয়া সবুজ বনে,
নূপুর বাজায় আপন মনে।
চেনা লাগে রে তারে ভালো লাগে,
সে যে নূপুর বাজায়, বলে আয় ফিরে আয়"।
Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:09

Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:11

Evening sky at the shore side of Wascana Lake, Regina, SK, Canada.
28 May 2023, 20:32
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




