লিমেরিক-১
ছিলেন এক হ্যাংলা-পাতলা কালো মতন ইউটিউবার,
মনে তার সাধ ছিল হবেন তিনি হিরো সবার।
পুলিশ বাধা দিল তাকে গান গাইতে,
কটু কথা শুনলেন গিয়ে ভোট চাইতে,
হেরে গিয়েও পেলেন তিনি 'হিরো' নামের অলঙ্কার।
লিমেরিক-২
দূর দেশে বসে দেখি সাদা মেঘ নীলাকাশে
সেটা ক্ষণিকেই হয়ে যায় ধূসর ও ফ্যাকাশে
কাক, চিল, শকুনের দেখা নেই
ঘুঘু, শালিক আর চড়ুই দেখেই
কেটে যায় সারাদিন মৃদুমন্দ বাতাসে।
রিজাইনা, কানাডা
০৪ অগাস্ট ২০২৩
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




