সেই বালুকাবেলায়
ছেলেটি একটা ইচ্ছের কথা বলতে চেয়েছিল;
মুখে বলতে পারছিল না বলে লিখে রেখেছিল।
মেয়েটি প্রতিদিনই সাগর সৈকতে আসতো,
সে কথা জেনেই ছেলেটি লিখেছিল তার গুপ্ত,
না বলা ইচ্ছের কথাটা, সেই বালুকাবেলায়,
এক সন্ধ্যায়, চেনা সংকেতে, সেই সমুদ্রতটে!
কিন্তু যখন সে মেয়েটি নিঃশব্দে চলে এলো,
উন্মত্ত জলতরঙ্গ এসে লেখাটা মুছে দিয়ে গেল!
ঢাকা
১৯ অগাস্ট ২০২৩
স্থিরচিত্র
চলে যেতে বললেই চলে যায় না;
চলে গেলেই সবাই অদৃশ্য হয় না।
দু'টি নয়ন চলে যেতে দেখলেও,
তৃতীয় নয়নটি অন্য কিছু দেখে।
সে নয়নটিতে চলে যাওয়া মানুষটি
স্থির অবয়বে স্থানুবৎ রয়ে যায়!
ঢাকা
১৪ অক্টোবর ২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৪০