আকাশ ফুঁড়ে সূর্য হাসে,
নদীর জলে নৌকো ভাসে।
আকাশ করুক গুরু গুরু,
মাঝির দলের যাত্রা শুরু!
সাত সকালে ভাবুক কবি
দেখতে দেখতে প্রভাত রবি
লিখে ফেলেন কয়েক ছত্র
অরুণোদয়ের মানপত্র।
ঢাকা
২৬ অক্টোবর ২০২৩
(ছবিগুলো তুলেছি নিজের সেলফোন ক্যামেরা আই১৩ দিয়ে, @টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জে।
তারিখ ও সময়ঃ ০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯। ছবিটি দেখা যাবে নীচে দেয়া লিঙ্কটি কপি-পেস্ট করলে।)
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-২৯
@টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।
০৪ অক্টোবর ২০২৩, সকাল ০৬-৩০
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১