কিছু প্রশ্ন রাখতে চাই আলোচনার জন্য । যেমন---
১) বাঙালী হিসেবে একজন বাঙালীর জন্ম কবে ?
২) বাংলার শেষ নবাব কি বাঙালী ছিলেন ?
৩) বাঙালীর মধ্যে ধর্মীয় মৌলবাদ কি আমদানীকৃত ? হিন্দু মৌলবাদ বা মুস্লিম মৌলবাদের উৎস কি বাঙালীদের মধ্যে নিহিত ছিলো নাকি আমদানি করতে হয়েছিলো ?
৪) বাঙালীদের মধ্যে প্রধানতঃ দেখা যায় দু'টি ধর্ম 'মুসলমান' 'এবং হিন্দু' । পারস্পরিক ধর্ম বিদ্বেষের শুরু কবে থেকে এবং কারা তার শুরু করেন ? যারা শুরু করেছিলেন তারা কি বাঙালী ছিলেন ?
৫) দেশ ভাগের সময় অবিভক্ত এই উপমহাদেশে বাঙালীরা কি অবাঙালীদের হাতে খেলার পুতুল ছিলেন?
৬) বাঙালীকে ভাগ করে লাভ কার হয়েছিলো--বাঙালীর না অবাঙালীর ?
৭) ভাষাজাতি বাঙালীর ধর্ম পরিচয় আগে না পরে ?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





