শুদ্ধ বানান:
মুহাম্মাদ (Muhammad)= معمد
আরবী শব্দটিতে প্রথম হরফ মীম এর উপর পেশ হরকত থাকায় এর উচ্চারণ হবে "মু" । দ্বিতীয় হরফ হা এর উপর জবর থাকায় এর উচ্চারণ "হা" ই হবে। তৃতীয় হরফ মীম এর উপর তাশদীদ সহ জবর থাকায় এর উচ্চারণ হবে "ম্মা"। এবং শেষে দোয়াদ এর উপর সুকন থাকায় শব্দটিতে এর উচ্চারণ শুধু "দ" হবে।
সামগ্রীরূপে "মুহাম্মাদ (Muhammad)" উচ্চারিত হবে।
কতিপয় বহুল প্রচলিত ভুল বানান:
১.মুহম্মদ
২.মহম্মদ
৩.Mohamed
৪.Mohamod
Mohamed বানানাটি প্রায় সব আন্তর্জাতিক পত্র-পত্রিকাতে এবং "মহম্মদ" বানানটি ভারতে প্রচলিত আছে।
যেহেতু "মুহাম্মাদ" শব্দটি পবিত্র কুরআনে বর্ণিত আছে এবং এটি আমাদের রাসূল (সা.) এর নাম সুতরাং এর সঠিক উচ্চারণ করা আমাদের পবিত্র দায়িত্ব। ভুল উচ্চারণে গুণাহের আশংকা রয়েছে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



