
১. জ্যোৎন্সার গান
জ্যোৎস্না রাতে যখন আধখানা চাঁদ তার মিতালী নীল আসমান নিয়ে দীঘির জলে ভেসে থাকে, বাঁকা চাঁদের স্নিগ্ধ আলো ছু্ঁয়ে যায় গাঁয়ের সমস্ত পথ, তখন দীঘির পাড়ে বাঁশঝাড়ের আড়ালে বসে থাকা তরুণের কাঁধে মাথা রেখে গুণগুণ করে জ্যোৎস্নার গান করার জন্য হলেও কেউ একজন থাকা বড্ড প্রয়োজন!
২.বেকারত্বের দিনগুলোতে প্রেম
গ্রীষ্মের কাক মরা দুপুরে ঘামে চুবচুবে হয়ে বেকার যুবক যখন পীচঢালা কালোপথের দূর প্রান্তে মরীচিকা দেখতে শুরু করে ঠিক তখন রিকশার হুড থেকে মাথাটা খানিক বের করে,
ঐ বাবু, এমন গরমে রাস্তায় হাঁটছো কেনো? রিকশায় উঠে আসো বলছি।
---
ব্যাগ থেকে রোমাল, বোতলটা বের করে এই নাও ঘামটা মুছে লেবুর শরবতটুবু খেয়ে ফেলো
বলার জন্য কেউ একজন থাকা বড্ড প্রয়োজন!
২.তালপাখা
চৈত্রের প্রচন্ড দাবদাহে ক্লান্তশ্রান্ত কৃষক গোধূলি বেলায় তার আম জাম কাঁঠাল গাছে ঘেরা ছোট্ট কুটিরে ফিরে যখন একখানা ভেজা গামছা কাঁধে ঝুলিয়ে মাটির সানকিতে দু'মুঠো ভাত নিয়ে বসবে তখন আধ ঘোমটায় স্নেহভরা দৃষ্টিতে গরীব চাষার দিকে তাকিয়ে তালপাখাটা নেড়ে নেড়ে বাতাস করার জন্য হলেও কেউ একজন থাকা বড্ড প্রয়োজন!
৩.শুশ্রূষা
এই ঝড় বৃষ্টির রাতে গাঁয়ের ওপাশের ভাঙ্গা কুটিরের নিভে যাওয়া প্রদীপটা জ্বেলে দিতে, ঘুণে ধরা চার পায়া টেবিল থেকে পড়ে যাওয়া চশমাটা খুঁজে দিতে আর বৃদ্ধার গায়ে কাথাটা মেলে দিতে হলেও কেউ একজন থাকার বড্ড প্রয়োজন ছিলো!
৪.অভিমান
রোজ রোজ আট পাঁচটার অফিস শেষে সিটি বাসে দু'ঘন্টা ঝুলে ক্লান্ত চাকুরে যখন বাসায় ফিরে তখন টাইটা খুলে দিয়ে অভিমানী গলায়,
"আজকেও লেট করে আসছো তুমি?
যাও কথাই বলবো না তোমার সাথে!"
বলার জন্য হলেও কেউ একজন থাকা প্রয়োজন!
৬. গরীবের এসি
সারাদিন ধরে প্রচন্ড রোদে পুরো শহর ঘুরে ঘুরে রিকশা চালিয়ে বস্তিতে ফেরার পর নলকূপের ঠান্ডা পানিতে গোসল সেরে রিকশাওয়ালা যখন ফ্লোরে পা ছড়িয়ে বসবে ঠিক তখন তার পুড়ে যাওয়া পিঠে পরম ভালবাসায় গরীবের
এসি 'ice cool powder' লাগিয়ে দেয়ার জন্য হলেও কেউ একজন বড্ড থাকা প্রয়োজন!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



