
তোমাদের বুনো হাসিতে যে দেয়ালে ফাটল ধরে
আমরা কালিমাখা হাতে সে দেয়ালেই স্বপ্ন আঁকি অবিরত।

প্লাটফর্ম!
গন্তব্যেও থাকে প্রাণ কিছু গন্তব্যহীন
কালের গর্ভে জন্ম তাদের, কালেতেই হয় বিলীন।

একরাশ বিষণ্ণতায় ভরা শীতের সন্ধ্যে...
স্থানঃ আফতাবনগর, ঢাকা।

জীবনের টানে, নিয়তির পানে অবিরাম ছুটে চলা...
স্থানঃ ফতুল্লা, নারায়ণগঞ্জ।

যে জীবন জেলে মাঝির
তাতে মাটির সুখ কই!
স্থানঃ মেঘনা নদী, চাঁদপুর।


আগুন, আগুন, আগুন লেগেছে বনে-মনে-জনে
ফাগুন, বৈশাখের শতদিন পেরিয়ে কবে হবে দেখা বর্ষার সনে!

বিধ্বস্ত!
যেন জীবনের অনেকটুকু পথ পাড়ি দিয়ে ক্লান্ত একজন মানুষ তার সম্মুখে পড়ে থাকা পথের ভাবনায় নিমগ্ন।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



