বিদায় ২০১১, বিদায় সামহয়্যার ইন ব্লগ
২০০৫ সালের ডিসেম্বর মাসের শেষদিকে আমার এই সামহয়্যার ইন ব্লগে প্রথম পদার্পণ। বলতে গেলে বাংলা ব্লগিং-এর প্রায় শুরুর দিক থেকেই। ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে প্রথম লগিন করি স্বনামে। নিজের নামটা মোঘল ঘরানার হওয়ার কারণে কিছু ব্লগার মোঘল সম্রাটদের বিভিন্ন নিক নিয়ে যেমন বাবর, আকবর, শাহজাহান এমন কি শেরশাহ্ নিকে নিছক মজা করার জন্য আমার ব্লগে মন্তব্য করতে থাকে। অবশেষে বিরক্ত হয়ে নিজের আসল নিক (হুমায়ুন বাদশাহ্) বিসর্জন দিয়ে “কালপুরুষ” নিকে ব্লগিং শুরু করি। আর এভাবেই পরবর্তী ৫ বছরের অধিক সময়কাল ধরে এই ব্লগে আমার সক্রিয় বিচরণ। বিগত ছয় (৬) বছর আমার জীবনের বেশীর ভাগ সময় আমি ব্যয় করেছি এই ব্লগিং-এর পিছনে। সত্যি বলতে কি এই ব্লগ আমাকে লিখতে শিখিয়েছে। যা কিছু ছাইপাশ লিখেছি এতদিন ধরে সবই এই ব্লগের কল্যাণে। তাই ব্লগের কাছে কমবেশী আমি অনেকটাই ঋণী। এই ব্লগে সুনাম, দুর্নাম, বদনাম, শ্রদ্ধা, প্রীতি, ভালবাসা, শুভেচ্ছা, গালিগালাজ, হুমকি, ঝাড়ি, সবকিছুই কুড়িয়েছি। অনেক বচসায় নিজেকে জড়িয়েছি, অনেকের বিরাগভাজন হয়েছি। অনেকে আমার উপর বিরক্ত হয়েছেন। মেয়ে ব্লগাদের প্রতি আমার বিশেষ সহানুভূতির কারণে পেয়েছি “লুল” উপাধি। “লুলপুরুষ” বা “লোলপুরুষ” হিসেবে ব্লগে আমার পরিচয়টা একসময় সর্বজনবিদিত ছিল।
অনেক প্রতিকুলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেও তেলাপোকা এই প্রকৃতির বুকে আজো বেঁচে আছে। অথচ বিশালাকৃতির ডাইনোসর আজ বিলুপ্ত। সবাই সব পরিবেশে মানিয়ে চলতে পারেনা। সবাই সবকিছু মেনে নিতে পারেনা। ব্লগের এই স্বল্পপরিসরের পথ পরিক্রমায় পেয়েছি চমৎকার কিছু মানুষ, অনেক স্নেহধন্য ব্লগার, অনেক সুপ্রিয় লেখক, অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব, ভাল কিছু সংগঠক, উদ্যোক্তা ও আত্মনিবেদিত সমাজকর্মী। পেয়েছি অসাধারণ কিছু আইটি ও কারিগরী জ্ঞানসম্পন্ন ক্রিয়েটিভ ব্লগার। আজ ২০১১ সালের বিদায়ের সাথে সাথে “কালপুরুষ” নিকটিও এই ব্লগ হতে নির্বাসিত হলো। এ যাবৎকালে আমার সকল ভুলত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। আমিও একজন মানুষ। ব্লগিং করতে এসে কাউকে কোন দুঃখ, কষ্ট বা আঘাত দিয়ে থাকলে নিজগুনে ক্ষমা করে দেবেন। কারো প্রতি আমার কোনরূপ আক্রোশ, বিদ্বেষ বা অভিমান নেই। “কালপুরুষ” না থাকলেও কালপুরুষের আড়ালের মানুষটি ব্লগের সাথে কোন না কোনভাবে জড়িত থাকবে। ভার্চুয়াল জগতের বাইরে আমরা রক্তমাংশের মানুষ। একদিন কালপুরুষের বাসার ছাদেই প্রথম ভার্চুয়াল মানুষগুলো এক ক্যান্সার আক্রান্ত ৩ বছরের মেয়ে “প্রাপ্তি”-কে কেন্দ্র করে বাস্তব জগতে মিলে মিশে একাকার হয়েছিল। মানুষে মানুষে সম্পর্ক বা যোগাযোগ একটা স্বাভাবিক ব্যাপার, সেটা আজীবন অব্যাহত থাকবে।
সবাইকে আমার পক্ষ থেকে ২০১২ ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময় থাকুন। নতুন বছর সবার জীবনে কল্যাণ বয়ে আনুক, এই প্রার্থনাই রইলো।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




