দুই বছর হয়ে গেছে।আমার তো মনে হয় এইতো সেদিন তুমি মারা গেলে।আমি বিশ্বাস করতে পারতেছিলাম না।মনে হয় ৩-৪ দিন আমি মানসিকভাবে অপ্রকিতস্থ ছিলাম।সারা পৃথিবীর জন্মল্গথেকে আজ পর্যন্ত আর কোন সেলিব্রেটি এত জনপ্রিয়তা পেয়েছে কিনা আমার জানা নাই।যে ছেলেটে ঠিকমতো কথা বলতে পারে না সেও মাইকেলের সুরে ব্রেক ডান্স দিতে চেস্টা করে।
আমার মনে হইছে তোমার মতো আপনজনকে চিরদিনের জন্য হারানো আমার জন্য খুবই কস্টের মাইকেল।
তোমার মনটা শিশুর মতো।তাই তুমি ওদের খুব পছন্দ করে আমিও করি।
তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সংস্কৃতি পরিবর্তন করে দিয়েছো ,প্রভাবিত করছো।
আমার দুই বছরের ছোট ভাগিনাও থ্রিলার দেখে নাচত।
তুমি কোনদিন মরবে না মাইকেল।তুমি অমর।
আমরা তোমাকে মরতে দিব না।
তোমার অন্যসব প্রিয় গানের মধ্যে `হিল দা ওয়াল্ড `আমার চোখে পানি নিয়ে আসে।
ভালো থেকো মাইকেল আর আমাদের জন্য দোয়া করো।বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




