আমি মন্দ ছিলাম
সবাই দূরে ঠেলে দিলো,
আমি ভালো ছিলাম
ওরা শ্রেষ্ঠত্ব মেনে নিলো না,
আমি বোকা ছিলাম,
সবাই ধিক্কার দিলো
আমি ধুর্ত ছিলাম
ভীতরা কারাগারে নিক্ষেপ করলো,
আমি নমনীয় ছিলাম
লোহা ছেড়ে ওরা আমায় আঘাত করলো,
যখন আমি শক্ত হলাম
লোহার বর্ম শরীরে চেপে বসল,
আমি প্রেমিক হয়েছিলাম
ব্যর্থতার আগুনে পুড়লাম,
আমি রুক্ষ হয়েছিলাম
একাকীত্বে ভূগলাম,
জীব হয়ে জন্মেছিলাম তাই
ঈশ্বর আমার মৃত্যু লেখলেন,
ওদের মত হতে পারিনি বলে
ওরা আমার অস্তিত্ব অস্বীকার করল।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


