আমি একটা কবিতা লিখবো
তোমায় নিয়ে,
সে কবিতায় যদি না থাকে ছন্দের মিল
না থাকে কোনো কাব্যিক অভিব্যক্তি
কিংবা সেটা যদি কোনো কবিতাই না হয়
হয় যদি গদ্য ও পদ্যর মাঝামাঝি কিছু একটা
তবুও দোষ দিয়োনা।
আমি তো কবি নই
অতো বড়ো ধৃষ্টতাও নেই আমার।
আমি এক নিঃসঙ্গ বিহঙ্গ
দল নেই, জোড়াও নেই
আমার ভালোবাসার পরিসর অতোটা বিশাল না
যতোটা হলে কাউকে কাছে পাওয়া যায়
তবুও ভালোবাসি,
আমার ভাবনার পরিসর অতটা বিস্তৃত নয়
যতটা হলে দুলাইন কবিতা লিখা যায়,
তবুও লিখি
তোমাকে নিয়ে, শুধুই তোমাকে নিয়ে।
এভাবেই পথ চলি এক নতুন আগন্তুক এর মতো
উপেক্ষিত ভালোবাসায় ছন্দ তুলি সপ্ন একে,
কল্পনায় তোমাকে সাজাই আনমনে
প্রতিদিন খন্ড খন্ড কবিতা লিখি তোমাকে ভেবে।
তবুও কবিতা পায়না পুর্নতা,
অসম্পূর্নতার বেড়াজালে কবিটা দাড়ায় থমকে।
আমি আমার অসম্পূ্র্ন কবিতা নিয়ে
একদিন দাড়াবো তোমার দ্বারে,
সেদিন যেনো ফিরিয়ে দিয়োনা
ছুয়ে দিয়ো পরম উষ্ণতায়,
তোমার স্পর্শে আমার কবিতা পাবে পূর্ণতা
কলমে আসবে সুর,
কাঙ্খিত প্রণয়ের আলোকিত মায়ায়
নিজেকে সাজাব আসমানি রঙে,
রংধনুর রঙ ছড়িয়ে একটি
সচল পদ্য আমি লিখবই
যেদিন তুমি আমার হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





