জীবনে কখনো যদি নিঃস্ব হয়ে
চাই তোমার মাঝে হারিয়ে যেতে,
সেদিন অবলীলায় স্বীকার করে নিয়ো
আমার এই চাওয়াটুকু,
যদি একরাশ মেঘ জমে আমার মনের মুকুরে
সেদিন পুর্নিমা চাঁদ কে বলে দিও
এক চিলতে আলোর পাহাড় গড়তে,
আমার বুকের মাঝে।
কখনো যদি বিশ্বাহীনতায় হৃদয়ের সপ্নগুলো
ঝরাপাতার মতো হয়ে যায়,
তবে ভালবাসার শীতল জলে
আমায় স্নান করিয়ে দিও।
কভু যদি ভালবাসার শুকতারা গুলো
হয়ে যায় বিভীষিকা,
হৃদয়ে নামে চৈত্রের খরা
তবুও ক্লান্ত অলস দুপুরে তুমি আমারি থেকো
হৃদয় রাজ্যের মন মন্দিরে '' যুবরাজ'' হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





