আজ এখানে-সেখানে ঢুঁ মারতে গিয়ে পেয়ে গেলাম চিন্তা ও তৎপরতার পত্রিকা। যদিও এখনো বেশী ঘাটাঘাটি করা হয় নাই তবে, দেশ ও দেশের জন্য যারা চিন্তা করেন, তারাও কিন্তু ওখানে ২/১ বার ঢুঁ মারতে পারেন। চেষ্টা একেবারেই বিফলে যাবে বলে মনে হয় না।
চিন্তা ও তৎপরতার পত্রিকা
খুব ভালো লাগলো - 'কী ‘নাই’? জাতি না কি জাতীয় সংবাদমাধ্যম?' - প্রতিবেদনটা পড়ে। জাতীয় সমস্যা নিয়ে আমাদের তথাকথিত জাতীয় সংবাদ মাধ্যমগুলো-র ভুমিকা জেনে অবাক হইনি মোটেও - তবে দুঃখ পেয়েছি তাদের কথা ভেবে - যারা ঐসব পত্রিকা-কে মাথার উপর তুলে রাখতে চান আর ভাবেন, এরা কত দেশপ্রেমিক মিডিয়া.. আহারে!
ভাল লাগলো - "প্রকাশককে ‘নাই’ করে দিয়ে গায়ের জোরে একটা পত্রিকা বন্ধ করে দিলো সরকার"। এটা অবশ্য আম্লীগারদের ভাল লাগবে না। তবে, এখানে বিবিসির সংগে ঢাকার ডিসির সাক্ষাৎকার আছে, আমার দেশ বন্ধ করে দেবার ব্যাপারে। ডিসি ওখানে অনেক সত্য লুকিয়ে গেছেন।
আরো আছে, মাওলানা ভাসানীর ফারাক্কা মিছিলের কিছু ছবিসহ প্রতিবেদন। আপনাদের হ্য়ত ভালো লাগতে পারে, বিশেষ করে যারা অনেকদিন ধরে টিপাইমুখ বাঁধ নিয়ে প্রতিবাদী ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



