১২ঃ১৮ তে,
কেন্দ্রস্থল নেপালের পোখমায়, মাত্রা ছিল ৭.৭ আবার কেউ বলছে নেপালের লুম্বিনি তে ৭.৫ মাত্রার..প্রায় ৪০ থেকে ৫০ সেকেন্ড স্থায়ী থাকে এ কম্পন। দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। ভূমিকম্পের সময় বাসাবাড়ি থেকে সবাই বের হয়ে বাইরে অবস্থান করেন।
আবার ইত্তেফাক বলছেঃ
রাজধানীর মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডের একটি ছয়তলা ভবন সামান্ন হেলে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পা্ওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরা।উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ মাত্রার। ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে।
আমি ভাবছিলাম মাথা ঘুরছে কেন পরে মনে করলাম রাত জেগেছিলাম তাই কিন্তু দেখি আম্মুও বলছে অসুস্থতার কারণে তিনি মাটিতে পরে যাচ্ছেন আমার ভাই বলে ব্যাট চালালাম ডানে বামে গেল কেন আব্বু বলে হাইপেশার হইছে বোধহয় তাই মাথা কাপছেঁ কিন্তু পরে দেখলাম ফ্যান নরছে,চাবির রিং লটকানো ছিল তা নড়ছে_ _ _
আপনারা কে কিভাবে বুঝলেন শেয়ার করুন হা-হা-হা?

আবার ইত্তেফাক বলছেঃ
রাজধানীর মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডের একটি ছয়তলা ভবন সামান্ন হেলে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পা্ওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরা।উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ মাত্রার। ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে।
আমি ভাবছিলাম মাথা ঘুরছে কেন পরে মনে করলাম রাত জেগেছিলাম তাই কিন্তু দেখি আম্মুও বলছে অসুস্থতার কারণে তিনি মাটিতে পরে যাচ্ছেন আমার ভাই বলে ব্যাট চালালাম ডানে বামে গেল কেন আব্বু বলে হাইপেশার হইছে বোধহয় তাই মাথা কাপছেঁ কিন্তু পরে দেখলাম ফ্যান নরছে,চাবির রিং লটকানো ছিল তা নড়ছে_ _ _
আপনারা কে কিভাবে বুঝলেন শেয়ার করুন হা-হা-হা?

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



