একটানা ৯ মাস ধরে ব্লগ ঘুরতে ঘুরতে নেশা হয়ে যায় । সকালে ঘুমুতে যাবার আগে , আর সন্ধ্যায় ঘুম থেকে উঠে সাম...ইন...ব্লগ এর চেহারা না দেখলে ভাল লাগে না ।
কত্ত কত্ত ভাল লিখা পড়লাম । অনেকের নাম , সেই সাথে অনেকের অনেক কবিতা পোষ্ট ভাল লেগে যায় । কিন্তু কৃপন এর মতো শুধু পড়েই গেছি । যোগ না দিয়েই একা একা হাসি কমেন্ট গুলো পড়তে পড়তে । অনেক ইচ্ছে হয় মাঝে মাঝে কমেন্ট করি । কিন্তু... আলস্য আমাকে সুযোগ দেয় না , অতঃপর আলস্যকে জয় করে একটা নাম নিলাম । এই নাম নিতে গিয়েও বিপত্তি , কি নেয়া যায়... যাক বাবা এই ঝামেলা ঘুচালাম । পরক্ষনেই চোখে পড়ল একটা চমৎকার লিখা , সাধ হলো কমেন্ট করি... কিন্তু এখানেও বিপত্তি । এখনও আমার সেই যোগ্যতা অর্জন করা হয় নাই । কি আর হবে !!! আলস্য আবার বাসা বাধে । শুরু হয়ে উঠে না ব্লগানো ।
মনের মধ্যে খচখচানো কিন্তু থামে না , এখনও ব্লগানো হলো না..এখনও যে আমি ব্লগালাম না... শুরু করে দেই আবার যুদ্ধ । প্রতিপক্ষ আলস্য ।
হুমমম অবশেষে জয় আমার !!!
করে দিলাম শুরু ..... সেই সাথে শুরু করলাম নতুন এক প্রতিক্ষার.....
দেখি এই ব্লগানো কোথায় গিয়ে থামে........... দেখা যাক , কয়টা পিলাচ আর কয়টা মাইনাচ জুটে ......
একটা কিছুতো জুটবেই ভয় নাই .....
তাই করে দিলাম যাত্রা । শুভ হোক ক্ষুদ্র এক মানুষের অসীম পথ যাত্রা ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





