খুজে দিবে কি আমাক, তাহার ভাষা
দেওনাকো তারে আহারে
জানো কি কেহ তাহার কথা
সু-দূর নয়ন এমনিতে সুন্দর
অধিক ভাল মোর কালো নয়ন।
বেশতো তারে দাও না মরে
এমনিতে যার কালো নয়ন সুন্দর!
দেখতে ভারী তাহার হাসি
ছিন্ন কেশে চিকন শিউলী
দেখতে যদিও পুকূর পারে
মুখটি হারে ফাসি-ফাসি,
যদিও বাজে তার তুরার সাঁজে
লজ্জা বাকে বদন আঁকে
যাও পারিবো-না তোমায় দিতে জান?
ঐ কমেলি,
এই হামারী জলের ঘাটের কলসী
তৃষ্ণ হৃদয় মারতে জানি,
বিনয় নয়নে একটু সরে তাহারে
পরদেশী বাবু,
হওনা এত উত্তরাই
বসন্ত হীনে হানিতে বসন্ত দিনে
সন্ধা মরুপ্রাতে অরুন বীনে
আসিবে একদিন।
বুঝিনিগো,
তরে বীনে এই প্রাতে
কেন ফুটে নীল কমল,
জলাসয়ে এখন্ও ভাসায়ন?
অজানারে জানছি ঐ
ঘোমটা দিয়া সোনা মুখ,
শিউলী-হেনা-বকুল-কেয়া
আজ্ও বাসি-হাসি তবু ভাবি
নহে কি আমি কৃষ্ণ?
কহিতে তুমি আমায় কিছু
শুন্য প্রাতে জলযে ভরি,
বলনাগো, সেই তোমার গল্প......
কিসের লাগিয়া মরি তোমায় ছাড়ি
পুষ্প মহে যপে তোরে মারি,
দিবা-নিশি-বলতে শাওনী-শাওনী।
নয়ন ভুলার নয়নী জানি গো-শাওনী
তোরে আমি পরশ বুলানি ভুলিনি
নিশি বেলায় আঁখি লজ্জায় পড়ে
কথা দাও গো যাইবা না ছাড়ি
এই ভিক্ষারীক।
-অবহেলারক্রান্তী
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





