নয়ন কোনে দোল দোল
রাখিস না তোর কালো মুখ
খুল খুল
খুলেল এবার নয়ন কােলা সুন্দর।
দে সাজিঁয়া তোর কালো শয়ন কে
কোন-কাজল-কালোয়।
দে পড়িয়া মৃতু্ মরিয়া চির নতুনা
বাঁকা ললাটে বিজয় টিকা।
অনাসায় এেনা প্রান দিতে তোরে দান
আমায় এই প্রান দিতে তোরই দান,
বিশাল এই ভূবন অতি চঞ্চল
তবও যে বক্ষতল।
কি-দিইগো- কি নাহি কি অভাব
তাহার নিকট মাথা ঠুকি দিবা নিশি,
বিভুল হিয়া! জগৎ বিহারে বহে ভুল
মাঝ দরিয়ায় কান্না সব সুর।
মাগো, আছে কি এমন, অপরুপ ধম তুমি
সহেজ হদ্রয় দড়িয় ছিন্ন তরি
সহেজ মনঃ কারি।
চাহিনাকো,
এমন সাঁজ রাজ মহারাজ
নাই জুটিল অতি সুন্দর দারুন
অধিক ভালো তোর
ছিদ্র ফুটা সাদা চাঁদর
অতি ভয়ে শীতটি কাতর ।।
-অবহেলারক্রান্তী
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





